রাশিয়া সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীর ইস্যুতে নয়া দিল্লির পাশে থাকার আশ্বাসও দিয়েছে মস্কো। কিন্তু সেই সব খবরকে ছাপিয়ে গিয়েছে মোদী ও পুতিনের নতুন একটি ভিডিয়ো। দুই রাষ্ট্রনেতার বৈঠকের ২০ সেকেন্ডের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেটাই এখন ভাইরাল হয়েছে গিয়েছে। তৈরি হচ্ছে মজার সব মিম।
ভিডিয়োতে দেখা যাচ্ছে একটি টেবিলের পাশে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মুখোমখি বসে রয়েছেন দুজনে। এদিক ওদিক তাকাচ্ছেন। সম্ভবত এটি বৈঠক শুরুর আগের ভিডিয়ো। ভিডিয়োতে দেখা যাচ্ছে, মোদী টেবিলে বাম হাত দিয়ে তাল দিচ্ছেন। যেন হাল্কা চালে তবলা বাজাচ্ছেন। আর টেবিলে রাখা নিজের হাতঘড়িটি নিয়ে খেলে যাচ্ছেন পুতিন।
এই ভিডিয়ো নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজা করতে শুরু করেছেন নেটিজেনরা। কেউ বলছেন দু’জনেই নার্ভাস রয়েছেন, তাই এমন করছেন। কেউ আবার মজা করে বলেছেন, এটা কূটনৈতিক কৌশল।
আরও পড়ুন : খেলা চলতে চলতেই স্টেডিয়ামের উপর থেকে ১৩ বছর কিশোরীর উপর পড়লেন যুবক!
Why has Putin taken his watch off? 🤔 pic.twitter.com/mYpQTIWGGZ
— Shiv Aroor (@ShivAroor) September 4, 2019
আরও পড়ুন : হোটেল অপ্রত্যাশিত অতিথি, আদর করে তুলে নিয়ে গেলেন বনকর্মীরা!
ভারতীয় সাংবাদিক শিব আরূর তাঁর ভেরিফায়েড হ্যান্ডল থেকে গতকাল এই ভিডিয়োটি টুইট করেছেন। ইতিমধ্যেই সেটি ১ লক্ষ ২০ হাজারের বেশি বার দেখা হয়েছে।
He doesn't want anyone to monitor his heart rate while he spends time with PM Modi. #DilKaRishta
— (K)nightman (@Shimographer) September 4, 2019
thats a diplomatic strategy ... hes saying to world ab waqt hamara Hain . . #hindirushibhaibhai
— Niki (@niki_naughty) September 4, 2019
China ka hoga 🤣🤣🤣🤣
— Avinash श्रीवास्तव (@dr_pal_avi) September 4, 2019