প্রিন্স চার্লস। ছবি: শাটারস্টক।
করোনাভাইরাস থেকে বাঁচতে সবাই পরামর্শ দিচ্ছেন সরাসরি যে কারও ছোঁয়া এড়িয়ে চলতে, সেই উপদেশ মেনে চলছেন ব্রিটেনের যুবরাজ প্রিন্স চার্লসও। সম্প্রতি তাঁকে দেখা গেল হাত বাড়িয়েও করমর্দন করতে গিয়ে পিছিয়ে এসে হাত জোড় করে নমস্কার করছেন।
প্রিন্স চার্লসের যে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেটি বুধবারের। এদিন লন্ডনের প্যালাডিয়ামে ‘ইয়ার্লি প্রিন্স ট্রাস্ট অ্যাওয়ার্ড’-এর অনুষ্ঠান ছিল। সেখানেই যোগ দিতে যান প্রিন্স চার্লস। ভিডিয়োতে দেখা যাচ্ছে, গাড়ি থেকে নামার পর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এক অতিথির দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন চার্লস, পরক্ষণেই তাঁর মনে পড়ে যায় হাত মেলানো উচিত হবে না। সঙ্গে সঙ্গে হাত জোড় করে নমস্কার করতে দেখা তাঁকে। অন্যান্য অতিথিদের সঙ্গেও তিনি নমস্তের ভঙ্গিতেই শুভেচ্ছা বিনিময় করেন।
ভিডিয়োটি ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের কর্মী পরভিন কাসওয়ানও শেয়ার করেছেন। পরভিনের টুইটটি এখনও পর্যন্ত ৭৫ হাজারের বেশি বার দেখা হয়েছে। সেই সঙ্গে সমানে চলছে লাইক, শেয়ার ও কমেন্ট।
আরও পড়ুন: ‘করোনা ভাইরাস আসছে’, ৭ বছর আগেই টুইট করে দিয়েছিলেন এক ইউজার!
আরও পড়ুন: ‘আমাদের ঘর ভেঙে দিও না’, বিশাল যন্ত্র হাত দিয়ে আটকে আবেদন ওরাংওটাংয়ের
দেখুন সেই ভিডিয়ো:
Namaste 🙏🏻 🙏🏻
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 12, 2020
See we Indians told to do this to world many many years ago. Now just a class on ‘how to do namaste properly’. #CoronaVirus pic.twitter.com/P1bToirPin
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy