স্পেনের রাস্তায় গান করছে পুলিশ। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
করোনাভাইরাসের হামলায় বেসামাল অবস্থা ইউরোপের। ইতালিতে রোজ লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুসংখ্যা। আক্রান্তের হিসাবে বিশ্বে তৃতীয় স্পেন। সেখানে অধিকাংশ বাসিন্দা ঘরবন্দি হয়ে দিন কাটাচ্ছেন। হোম আইসোলেশনে থাকা বাসিন্দাদের মনোরঞ্জনের জন্য সেখানকার পুলিশ সম্প্রতি যা করেছে, সেই ঘটনার ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
স্পেনের মাজোর্কা আইল্যান্ডের আলগাইদা শহরে ঘটেছে এই ঘটনা। ভিডিয়োতে দেখা যাচ্ছে, দু’টি পুলিশের গাড়ি এল সরু গলির কাছে। গাড়ি থেকে নামলেন বেশ কয়েক জন পুলিশ কর্মী। তাঁদের কারও হাতে গিটার, কারও হাতে অন্য বাদ্যযন্ত্র। সবাই নেমে সেই সব বাজনা বাজিয়ে শুরু করলেন গান। কেউ আবার গানের তালে নাচলেনও।
ঘরবন্দি বাসিন্দাদের মনোরঞ্জনের জন্যই সেখানকার পুলিশ কর্মীরা এই কাজ করেছেন বলে জানা গিয়েছে। সেখানকার বাসিন্দারাও বেশ উপভোগ করেছেন বিষয়টি। রবিবার আপলোড করার পর সেই ভিডিয়ো ইতিমধ্যেই দেখেছেন প্রায় ৬৭ লক্ষেরও বেশি ইউজার। দেখুন সেই ভিডিয়ো—
Ni andalucía ni valencia. ❤️ pic.twitter.com/TkctveMUkM
— Ada Jo. March (@adamarch83) March 21, 2020
আরও পড়ুন: আবার স্থানীয় সংক্রমণ চিনে, ভয় স্পেনেও
আরও পড়ুন: প্রতিষেধক আনবে কোন দেশ, বিশ্বে ‘যুদ্ধ’ চলছে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy