অ্যাভেঞ্জার্সের চরিত্ররা। প্রতীকী ছবি সোশ্যাল মিডিয়া থেকে সংগৃহীত।
বিশাল জলরাশির পাশে সাঁতার কাটতে নামার স্টেজ। জল থেকে ভল্ট দিয়ে সেখানে উঠে এল ডক্টর স্ট্রেঞ্জ। তার পরেই নিজস্ব ভঙ্গিতে উঠে এল ক্যাপ্টেন আমেরিকা। এ ভাবেই স্পাইডার ম্যান, আয়রন ম্যান, ব্ল্যাক প্যান্থাররা জল থেকে উঠে এল। সব শেষে এল থর।
এই ঘটনার ভিডিয়ো সম্প্রতি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ার করেছেন ব্রিটিশ অলিম্পিক চ্যাম্পিয়ন সাঁতারু জ্যাক লাফটার। তার পরই ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। ৭০ লক্ষেরও বেশি লোক দেখেছেন সেটি। তার পরই অ্যাভেঞ্জার্সদের নিয়ে মেতেছে নেটদুনিয়া।
কিন্তু জল থেকে উঠে আসা চরিত্রগুলি প্রত্যেকেই বিশ্বের নামকরা সাঁতারু। সেই ভিডিয়োতে জ্যাক লাফটার রয়েছেন ডক্টর স্ট্রেঞ্জের চরিত্রে। ক্যাপ্টেন আমেরিকার চরিত্রে অলিম্পিকে ব্রোঞ্জ জয়ী ব্রিটিশ সাঁতারু ড্যানিয়েল গুডফেলো, স্পাইডারম্যানের চরিত্রে স্কটিশ সাঁতারু জেমস হিটলি, আয়রনম্যানের চরিত্রে সাঁতারু ম্যাট লিকে দেখা যাচ্ছে। অন্যদিকে ব্ল্যাক প্যান্থারের ভূমিকায় রয়েছেন জামাইকান সাঁতারু ইয়োনা নাইট উইসডম। আর ১৯ বছরের ব্রিটিশ সাঁতারু নোয়া উইলিয়ামসকে দেখা যাচ্ছে থরের ভূমিকায়।
দেখুন সেই ভিডিয়ো-
Avengers assemble pic.twitter.com/x8ty5ChNWe
— Jack Laugher (@JackLaugher) October 6, 2019
আরও পড়ুন: প্রান্তবাসীদের গল্পকেই কুর্নিশ সাহিত্য-নোবেলে
আরও পড়ুন: অনড় এর্ডোয়ান, শরণার্থী নিয়ে হুমকি ইউরোপকেও
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy