‘সোনার কচ্ছপ’। ছবি সৌজন্য টুইটার।
হাতের তালুতে হেঁটে বেড়াচ্ছে তিনটি ‘সোনার কচ্ছপ’! তার পর এক এক করে উড়েও গেল। এমনই একটি ভিডিয়ো ঘিরে রহস্য তৈরি হয়েছে। যা সমাজমাধ্যমে ভাইরাল।
‘সোনার কচ্ছপ’, তা-ও আবার জীবন্ত! চোখকে বিশ্বাস করতে একটু কষ্ট হবে ঠিকই, অবিশ্বাস্যও লাগতে পারে। তবে বিষয়টিতে প্রকৃতির রহস্য লুকিয়ে রয়েছে। আর সেই রহস্যই উন্মোচন করেছেন জীববিজ্ঞানীরা।
হুবহু কচ্ছপের মতো দেখতে এগুলি আসলে এক ধরনের পোকা। গায়ের রং সোনালি। নড়াচ়ড়া না করলে বোঝার সাধ্য নেই যে, এগুলি আসলে সোনার নয়। জানা গিয়েছে, পোকাগুলির নাম ‘দ্য গোল্ডেন টরটয়েস বিটল’। স্বর্ণালী গায়ের রং এবং কচ্ছপের মতো দেখতে বলেই এমন নাম এদের।
The Golden Tortoise Beetle (Aspidimorpha sanctaecrucis), found in the Southeastern Asia.
— Wonder of Science (@wonderofscience) March 7, 2021
Credit: Thokchom Sony https://t.co/x5rBbBfGKv pic.twitter.com/xktnnXBJ3u
এই পোকার আরও একটি নাম আছে। এগুলিকে ‘চ্যারিডোটেলা সেক্সপাঙ্কটাটা’ও বলা হয়ে থাকে। এরা মূলত নিরামিষাশী। ঘাস-পাতা খায়। এই পোকায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গায়ের রংও বদলে যায়। ধীরে ধীরে এদের গায়ের স্বর্ণালী রং ফিকে হতে থাকে।
উত্তর আমেরিকায় এই গোল্ডেন টরটয়েস বিটল পাওয়া যায়। এদের দেহের আকার ৫-৭ মিলিমিটার পর্যন্ত হয়। শুধু স্বর্ণালী রংই নয়, লালচ-বাদামি রঙেরও হয়। এদের আবার ‘গোল্ডবাগ’ও বলা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy