ফুটবল মাঠ থেকে ছেলেকে বের করে আনছেন মা। ছবি—টুইটার।
আমেরিকার ফুটবল লিগের ম্যাচ চলছে। দু’দলের খেলোয়াড়রা বল দখলের লড়াইয়ে ব্যস্ত। এমন সময়ই মাঠে ঢুকে পড়ে দু’বছরের একটি বাচ্চা। ঢুকেই দৌড়তে শুরু করে সে। অবশ্য এর জন্যে খেলায় সমস্যা হয়নি। কারণ বাচ্চাটির মা পিছু ধাওয়া করে ধরে ফেলে নিজের সন্তানকে। এই ঘটনার ভিডিয়ো ‘মেজর লিগ সকার’ টুইটার হ্যান্ডল থেকে প্রথম আপলোড করা হয়। তার পর তা ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে।
আমেরিকার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি সিনসিনাটি এবং অরল্যান্ডো সিটি। ওই ম্যাচ চলার সময়ই মাঠে ঢুকে পড়ে ২ বছরের জাইডেক কারপেন্টার। কিন্তু খেলায় সমস্যা ঘটার মতো পরিস্থিতি তৈরির আগেই জাইডেককে কোলে তুলে নেন তার মা মর্গ্যান টুকের।
এই ঘটনা মাঠে উপস্থিত দর্শকদের মনযোগ আকর্ষণ করেছে। সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে এসেছে এই ঘটনার কথা। নেটাগরিকরাও এখন বিভিন্ন মন্তব্য করছেন ওই ভিডিয়ো দেখে।
We hope this mother and her young pitch invader are having a great day. 😂
— Major League Soccer (@MLS) August 9, 2021
pic.twitter.com/hKfwa6wyWI
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy