মঞ্চে পা হড়কে পড়ে যান মিস ফ্রান্স। ছবি: ইউটিউব থেকে নেওয়া।
মিস ইউনিভার্সের মঞ্চে একের পর এক পাঁচ সুন্দরী পা হড়কে পড়লেন। আর তাই এই অনভিপ্রেত ঘটনা, প্রতিযোগিতার ভিডিয়োর থেকেও বেশি ভাইরাল হয়ে গিয়েছে। সুইম স্যুটে প্রতিযোগীদের এ ভাবে আছাড় খাওয়ার ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়।
মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জিয়া প্রদেশের আটলান্টায় টেলার পেরি স্টুডিয়োতে আয়োজিত হয় ৬৮তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার। অংশ নেন ৯০টি দেশের প্রতিযোগী। বাকি ৮৯ জনকে হারিয়ে এ বারের মিস ইউনিভার্স হন দক্ষিণ আফ্রিকার জোজিবিনি টুনজি। মিস দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম তিনে ছিলেন মিস পুয়ের্তো রিকা ও মিস মেক্সিকো। কিন্তু শেষ পর্যন্ত সবাইকে পিছনে ফেলে মুকুট ওঠে মিস দক্ষিণ আফ্রিকার মাথায়।
প্রতিযোগিতার বিভিন্ন মুহূর্তের বেশ কিছু ভিডিয়ো প্রকাশ করা হয়েছে মিস ইউনিভার্সের আয়োজনকদের ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে।
দেখুন সেই ভিডিয়ো:
Making a statement... This is Miss Universe South Africa.#MissUniverse2019 LIVE on @FOXtv. Airing in Spanish on @Telemundo. pic.twitter.com/FWpqb0517w
— Miss Universe (@MissUniverse) December 9, 2019
The new #MissUniverse2019 is... SOUTH AFRICA!!!! 🇿🇦 pic.twitter.com/gRW8vcuT3A
— Miss Universe (@MissUniverse) December 9, 2019
Your new Miss Universe!!!! 😍✨#MissUniverse2019 pic.twitter.com/vqcZXjY7Zg
— Miss Universe (@MissUniverse) December 9, 2019
তবে এই ভিডিয়োগুলির থেকেও বেশি ভাইরাল হয়ে গিয়েছে স্টেজের উপর প্রতিযোগিদের পা হড়কে যাওয়ার ভিডিয়ো। তখন মঞ্চে চলছিল সুইম স্যুট রাউন্ড। একের পর এক সুন্দরী টু পিস বিকিনিতে হেঁটে আসছিলেন। কিন্তু মঞ্চ ভেজা থাকায় পা হড়কে পড়ে যান কয়েক জন।
পা হড়কে যায়, মিস উরুগুয়ে, মিস ফ্রান্স, মিস ইন্দোনেশিয়া, মিস মালয়েশিয়া, মিস নিউজিল্যান্ড,মিস মালটা-র।
দেখুন সেই ভিডিয়ো:
পা হড়কে পড়লেও প্রত্যেকেই পরিস্থিতি নিজেদের মতো সামাল দেওয়ার চেষ্টা করেন। কারও কোনও চোট আঘাত লাগেনি।
কয়েক জন প্রতিযোগী এভাবে পা হড়কে পড়ার পর ২০ সেকেন্ডের একটি ছোট্ট ব্রেক নেওয়া হয়। স্টেজটিকে মুছে শুকনো করার চেষ্টা হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy