কাঁদানে গ্যাসের মধ্যেই পিটুসি দিচ্ছেন সাংবাদিক। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
নির্বাচনে কারচুপির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস। তার পর থেকেই সে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তাল। চলছে বিক্ষোভ।
সেই বিক্ষোভের খবর করতে গিয়েছিলেন আল জাজিরার টিভি সাংবাদিক তেরেসা বো। রাস্তায় দাঁড়িয়ে ক্যামেরার সামনে (পিটুসি) কথা বলার সময় তাঁর মুখে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। কিন্তু তার পরেও কাজ থামাননি তিনি। এক হাতে চোখ চেপে ধরে, অন্য হাতে বুম নিয়েই পিটুসি দিতে থাকেন তিনি। সেই ঘটনার ভিডিয়ো এখন ভাইরাল নেটদুনিয়ায়। ওই সাংবাদিকের কর্তব্যনিষ্ঠায় মোহিত নেটিজেনরা।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, বোয়ের মুখে কাঁদানে গ্যাস ছুড়ে চলে গেলেন এক পুলিশকর্মী। সঙ্গে সঙ্গে নিজের বাঁ-হাত দিয়ে চোখ চেপে ধরেন তিনি। ডান হাতে বুম। ওই অবস্থাতেই তিনি বলে চলেন, ‘‘আমরাই একমাত্র রাস্তায় দাঁড়িয়ে রিপোর্টিং করছি। দেখাচ্ছি, কী ঘটছে এখানে। দেখাচ্ছি বলিভিয়ার পুলিশ কী রকম আচরণ করছে।’’
দেখুন সেই ভিডিয়ো—
Solo estábamos en la calle reportando lo que pasaba y la policía boliviana responde así. pic.twitter.com/lOBNVyfXCI
— Teresa Bo (@TeresaBo) November 15, 2019
আরও পড়ুন: ভিডিয়োর এই প্রাণীগুলো কি ভিনগ্রহী? না, এরা আসলে...
আরও পড়ুন: বাইক কিনতে কবর থেকে বাবা-মায়ের দেহ তুলে হাড়গোড় বার করল ছেলে!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy