ওট ট্যানাকের রেসিং কার। ছবি: টুইটার থেকে নেওয়া।
চ্যাম্পিয়ন্স র্যালির দুই গাড়ি চালক প্রায় মৃত্যুর মুখ থেকে বেঁচে গেলেন। এঁদের একজন তো নিজেই স্বীকার করলেন, ‘বেঁচে গেছি এতেই আমরা খুশি’।আসলে আপনি ভিডিয়োটি দেখলেই বুঝতে পারেবেন কেন চালক একথা বলেছেন। হলিউড সিনেমাতে যেমন গাড়ি দুর্ঘটনা দেখানো হয়, প্রায় সেই রকমই দুর্ঘটনার কবলে পড়ল রেসিং কারটি।
ইউরোপে মোনাকোর মন্টি কার্লো পর্বতে চলছিল কার র্যালি। সেখানেই ধরা পড়ে এই ভয়ঙ্কর দুর্ঘটনার দৃশ্য। পথের দু’ধারে আর গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। ২০১৯ সালের চ্যাম্পিয়ন ওট ট্যানাকের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। নিজের মুকুট ধরে রাখতে দুরন্ত গতিতে ছোটাচ্ছিলেন গাড়ি। সেই সময় রাস্তার ধারে জমে থাকা বরফ কুচিতে চাকা পিছলে গিয়ে বিপত্তি।
জানা গিয়েছে দুর্ঘটনার সময় ওট-এর গাড়ির গতি ছিলঘণ্টায় প্রায় ১১৫ কিলোমিটার। ভিডিয়োতে দেখা যাচ্ছে, পাহাড়ি রাস্তায় দ্রুত গতিতে ছুটে আসা গাড়িটি রাস্তা থেকে উড়ে ধারের জঙ্গলে গিয়ে পড়ছে। বেশ কয়েক বার পাল্টি খেয়ে তারপর মুখ থুব়ড়ে পড়ে। গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরা ভিডিয়োটিও পোস্ট করেছেন ওট। দেখা যাচ্ছে গাড়ির উইন্ড স্ক্রিন ভেঙে গিয়েছে। পাল্টি খেয়ে চলেছে গাড়িটি।
আরও পড়ুন: অতিথি সাইকোপ্যাথ কিনা আগেই জেনে নেবে ঘর বুক করার অ্যাপ
আরও একটি ছবি নিজের টুইটার হ্যান্ডলে পোস্ট করেন ওট। সেখানে দু’টি হেলমেটের ছবি পোস্ট করে লিখেছেন, বেঁচে আছেন এতেই খুশি। ওট ও তাঁর সহযোগী চালক দুর্ঘটনায় আহত হয়েছেন। তাঁদের চিকিত্সা চলছে। তবে গাড়িতে নিরাপত্তা ব্যবস্থার কারণে তাঁরা প্রাণে বেঁচে গিয়েছেন। দ্রুত রেসিং ট্র্যাকে ফিরবেন বলেও জানিয়েছেন ওট।
It wasn’t the start of the season that we were looking for, but fortunately we are both okey thanks to the safety equipment.
— Ott Tänak (@OttTanak) January 24, 2020
We will fight back soon! 👊 pic.twitter.com/n5iGj9uKsy
আরও পড়ুন: মাছ তো নয় যেন ছুরি, এফোঁড়-ওফোঁড় হয়ে গেল কিশোরের ঘাড়!
ওট-এর পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। ১১ ঘণ্টায় ভিডিয়োটি এক লাখ ২২ হাজারের বেশি বার দেখা হয়েছে টুইটারে। কমেন্টে তাঁদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ফলোয়াররা।
দেখুন সেই ভিডিয়ো:
Here’s what happened this morning. 🤕 But we are recovering well and will be fit soon. 💪#WRC #RallyeMonteCarlo pic.twitter.com/tgDIX8IMzJ
— Ott Tänak (@OttTanak) January 24, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy