ঘরের মধ্যেই দৌড়চ্ছেন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
করোনাভাইরাস সংক্রমণ চিনে ভয়াবহ আকার ধারণ করেছে। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সে জন্য বিস্তীর্ণ এলাকায় কার্যত গৃহবন্দি করে রাখা হয়েছে বাসিন্দাদের। কিন্তু ঘরে বস়ে থাকতে থাকতে হাঙঝাউ শহরের বাসিন্দা পান শানচুর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই তিনি ঘরের মধ্যেই শুরু করেছেন দৌড়ানো। সেই ভিডিয়ো এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।
শানচু একজন ম্যারাথন দৌড়বিদ। তাই দৌড়ানোর বদলে ঘরে বসে থাকা তাঁর কাছে কষ্টকর হওয়াই স্বাভাবিক। তাই তিনি ঘরে মধ্যেই শুরু করেছেন দৌড়ানো। সেই ভি়ডিয়ো শানচু আপলোড করেছিলেন চাইনিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে। সেখান তিনি লিখেছেন, ‘‘অনেক দিন বাইরে যাইনি। আজ আর বসে থাকতে পারলাম না! চার ঘণ্টা ৪৮ মিনিট ৪৪ সেকেন্ডে আমি ৫০ কিলোমিটার দৌড়ালাম।’’
ব্রিটিশ দৈনিকের প্রতিবেদন অনুসারে, শানচুর প্রতিটি ল্যাপের দৈর্ঘ্য ছিল আট মিটার। অর্থাৎ ঘরের এক বার চক্কর কেটে আট মিটার দৌড়েছেন। এই দৈর্ঘ্যের তিনি ছ’হাজার ২৫০টি ল্যাপ সম্পূর্ণ করেছেন। অর্থাৎ তাঁর মোট দৌড়ানো হয়েছে প্রায় ৫০ কিলোমিটার বা ৩১ মাইল। দেখুন সেই ভিডিয়ো—
Chinese runner in Coronavirus lockdown does 6,250 laps in his living room over 4:48:44 for 31 Miles! 🤯 pic.twitter.com/mcsj8jcmvx
— FloTrack (@FloTrack) February 13, 2020
আরও পড়ুন: ‘এই হয়তো শেষ লেখা’, আক্ষেপ শি-বিরোধীর
আরও পড়ুন: নাটালি সুলেমান, বিশ্বের কাছে তিনি অক্টামম, কেন জানেন?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy