গাগা, ওবামা। টুইটার থেকে নেওয়া ছবি।
বিশ্বের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। আর জনপ্রিয় সেলিব্রিটিদের অন্যতম গায়িকা লেডি গাগা। আর এই ২ জন যদি কোথাও একান্ত আলাপচারিতায় মেতে ওঠেন তবে তা যে ভাইরাল হবে তাতে আর সন্দেহ কী। সন্দেহ যে ভুল নয়, দেখা গেল জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে।
বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করেন গাগা। আর অনুষ্ঠানের ফাঁকে তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতে দেখা যায় ওবামাকে। ২ জনে যেন অনেক দিনের জমে থাকা গল্পে মশগুল হলেন। গাগার পিঠে হাত রেখে ওবামা বেশ কিছুক্ষণ কথা বলেন। এমন কি ২ জনকে সৌজন্যমূলক আলিঙ্গন করতেও দেখা যায়।
বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরাতেও ওবামা-গাগার এই মুহূর্তগুলি ধরা পড়ে। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়ে সেই সব ভিডিয়ো। স্বাভাবিক ভাবেই দুই বিখ্যাত মানুষের এমন আলাপচারিতা ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
@ladygaga and former president @BarackObama Today at @JoeBiden @KamalaHarris #Inauguration Lady Gaga pic.twitter.com/5Jhlps00Hb
— #GAGA (@danilo_lg79) January 20, 2021
Barack Obama and Lady Gaga chat after the inauguration ceremony.#InaugurationDay pic.twitter.com/2brgZVNNo6
— The Recount (@therecount) January 20, 2021
Lady Gaga is probably asking Obama is she can sell her Oreos in the White House pic.twitter.com/wagvJNAUlL
— Lorcan #STREAMCHEMTRAILS (@fr00tycumtrails) January 20, 2021
Cool to see #LadyGaga hugging #obama during the #innauguration pic.twitter.com/f8PtbnoAoK
— Logan (@nagolrehsifmrtx) January 20, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy