রোবটের লড়াই। ছবি: টুইটার থেকে নেওয়া।
হলিউডের সিনেমা ‘রিয়েল স্টিল’-এর কথা মনে আছে? যেখানে দেখানো হয়েছিল, এক সময় মানুষের সঙ্গে মানুষের মুষ্টিযুদ্ধ এক ঘেয়ে হয়ে যাবে। তখন সেই সব রক্ত-মাংসের যোদ্ধাদের জায়গা নিয়ে নেবে ধাতুর তৈরি বড় বড় রোবটরা। সেই রোবটরা একে অপরের স্টিলের শরীরে ঘুঁসি মেরে ধরাশায়ী করবে প্রতিপক্ষকে। তেমনই একটি ভিডিয়ো ফের ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যেখানে স্বয়ংক্রিয় কিছু রোবট নেমেছে যুদ্ধের রিংয়ে। নানান কায়দায় টক্কর দিচ্ছে একে অপরকে।
টুইটারে ‘ওয়ান্ডার অফ সায়েন্স’ নামে একটি পেজে ভিডিয়োটি শেয়ার হয়েছে। সেখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট গোল মঞ্চে ছোট ছোট রোবটরা যুদ্ধ করছে। একে অপরকে সেই মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করছে। লড়াইয়ের মাত্র ১০ সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করা হয়েছে।
ভিডিয়োটি ২৪ ফেব্রুয়ারি টুইটারে পোস্ট হলেও ভিডিয়োটি ২০১৭ সালের। জাপানের একটি ইউটিউব চ্যানেলে প্রায় ছ’মিনিটের ভিডিয়ো পাওয়া যায়। সেখানে ভিডিয়োটি পোস্ট করে নাম দেওয়া হয়েছে ‘জাপানি সুমো রোবট’।
আরও পড়ুন: চলন্ত বাস থেকে টুইট, উত্ত্যক্তকারীদের হাত থেকে মহিলাকে উদ্ধার পুলিশের
আরও পড়ুন: নগ্ন হয়ে ঘর মুছে দিয়ে যাবেন মহিলা, খরচ পড়বে ঘণ্টায় প্রায় ৯ হাজার!
দেখুন সেই ভিডিয়ো:
Autonomous sumo robots have some amazing moves. pic.twitter.com/MYU8hOdeEz
— Wonder of Science (@wonderofscience) February 24, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy