আয়েষার সঙ্গে যুবরাজ। ছবি: টুইটার থেকে নেওয়া।
একাধিক বার চেষ্টা করেও আবু ধাবির যুবরাজের সঙ্গে হাত মেলাতে পারেনি এক কিশোরী। তবে সেই ফস্কে যাওয়া সুযোগ আরও বড় সুযোগ হয়ে ফিরে এল। লাইনে দাঁড়িয়ে যার সঙ্গে হাত মেলাতে চেয়েছিল, এবার তিনিই সরাসরি পৌঁছে গেলেন ওই কিশোরীর বাড়িতে।
যুবরাজ সেখ মহম্মদ বিন জায়েদ বুধবার আবু ধাবির রাষ্ট্রপ্রধানের প্রাসাদে গিয়েছিলেন। সেখানে তাঁকে স্বাগত জানাতে মন্ত্রী, আমলাদের পাশাপাশি কয়েকজন শিশু, কিশোর-কিশোরীও উপস্থিত ছিল।
যুবরাজকে এত কাছে পেয়ে তারা বেশ উত্সাহিত ছিল। সুযোগ পেয়ে সবাই তাঁর সঙ্গে হাত মিলিয়ে নিচ্ছিল। তাদের মধ্যে ওই কিশোরীর এতটাই উত্সাহ এতটাই ছিল যে, সে লাইনের এক ধার থেকে দৌড়ে উল্টো দিকের লাইনে চলে আসে। যাতে হাত মেলানোর সুযোগ কোনও ভাবেই হাতছাড়া না হয়।
আরও পড়ুন: দু’কোটির পোর্সা নিয়ে রাস্তায় বেরিয়ে প্রায় ১০ লক্ষ টাকা জরিমানার মুখে গাড়ি মালিক
এত চেষ্টা করেও ওই কিশোরীর মনস্কামনা পূর্ণ হয়নি। যুবরাজওই সারির সকলের সঙ্গে হাত মেলালেও কিশোরীর সঙ্গে হাত না মিলিয়ে এগিয়ে যান। তিনি সম্ভবত খেয়াল করেননি। স্বাভাবিক ভাবেই মুখ ভার হয়ে যায় ওই কিশোরীর। কিন্তু কিছু করার ছিল না। তবে তার কপালে এর থেকেও বড় সুযোগ অপেক্ষা করছিল, তা সে জানত না।
আরও পড়ুন: বিয়ে করতে যাওয়ার পথে অনশনে পাত্র, কারণ জানলে আপনিও প্রশংসা করবেন
কিশোরীর নাম আয়েষা আল মাজরোউই, আবু ধাবিতেই বাড়ি। সেখ মহম্মদ বিন জায়েদের সঙ্গে তার হাত না মেলাতে পারার ঘটনা ধরা পড়ে ক্যামেরায়। সম্ভবত সেই কথা যায় তাঁর কানেও। এরপর সোমবার আয়েষার বাড়ি পৌঁছে যান তিনি।
যাঁর সঙ্গে হাত মেলাতে না পেরে দুঃখ করছিল তাঁকে বাড়িতে পেয়ে আয়েষার আনন্দ আর ধরে না। সেদিনের দুঃখ এর মুহূর্তে উবে আয়েষার, এ যেন হাতে চাঁদ পাওয়া তার কাছে। যুবরাজ, আয়েষা ও তার পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটান। আয়েশা ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ছবিও তোলেন। সেই সব ছবি পোস্টও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলি দেখে তাঁর প্রশংসা করেছেন নেটিজেনরা।
দেখুন সেই ভিডিয়ো:
— عبدالله بن زايد (@ABZayed) December 2, 2019
زرت اليوم الطفلة عائشة محمد مشيط المزروعي وسعدت بالسلام عليها ولقاء أهلها. pic.twitter.com/XY3N3nU6Dd
— محمد بن زايد (@MohamedBinZayed) December 2, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy