টুইটার থেকে নেওয়া ছবি।
রাশিয়ায় একটি নদীর জল আচমকাই লাল হয়ে গিয়েছে। দেখলে মনে হতে পারে জলে রক্ত মিশে গিয়েছে। নদীর জল এতটাই লাল হয়ে গিয়েছে যে তাতে নামার সাহস দেখাচ্ছে না হাঁসও। নদী দেখে আতঙ্কিত স্থানীয়রাও। সেই লাল জলের ছবি, ভিডিয়ো শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
দক্ষিণ রাশিয়ার এই নদীটির নাম ইসকিটিমকা। কী কারণে হঠাৎ জলের রং এমন লাল হয়ে গিয়েছে তা কেউ নিশ্চিত করে বলতে পারেছন না। তবে মনে করা হচ্ছে, কোনও কারখানার বর্জ্য থেকে রাসায়নিক মিশে এমন হয়ে থাকতে পারে। জানা গিয়েছে, নদীটির কাছেই রয়েছে কেমেরোভো শিল্প এলাকা। স্থানীয় প্রশাসনের একাংশের ধারণা, এই এলাকায় একটি নালা দীর্ঘদিন বন্ধ ছিল। সেই নালার জলই মিশতে শুরু করেছে নদীতে। তার থেকেই নদীর জল এমন লাল হয়ে থাকতে পারে। তবে কোন রাসায়নিকের ফলে এমনটা হয়ে থাকতে পারে সে সম্পর্কেও কোনও কিছু জানা যায়নি। স্থানীয় প্রশাসনের পক্ষে খোঁজ নেওয়া শুরু হয়েছে।
আরও পড়ুন: ৪৪ ইঞ্চি ছাতির অভিনেত্রী চাই, বিজ্ঞাপন রুশ টিভি চ্যানেলের
আরও পড়ুন: খাওয়ার দুধে স্নান ডেয়ারি কর্মীর, ভিডিয়ো ছড়াতেই বন্ধ হল কারখানা
স্থানীয়দের বক্তব্য, নদীটিতে আগে অনেক হাঁস দেখা যেত। কিন্তু জলের রং লাল হওয়ার পরে হাঁসও নামছে না।
SCP-354 - Алое Озеро = Река Искитимка в Кемерово pic.twitter.com/X9OzZZRUN5
— Roman Leqvikov (@zloy_geyzer) November 6, 2020
Река Искитимка в Кемерове окрасилась в красный цвет. Причины выясняются.
— #MDK (@mudakoff) November 6, 2020
Нихуя сколько борща сварили😳
pic.twitter.com/HkuYnlYJZu
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy