মুখোমুখি সিংহ-মহিষের দল। ছবি: টুইটার থেকে নেওয়া।
একতাই বল। এই নীতিকথা পশুদের সংসারেও সত্যি। দল বেঁধে থাকলে বিপদও যে কিছু করতে পারে না তা জীবনের অভিজ্ঞতা দিয়েই শিখে নেয় জঙ্গলের বাসিন্দারা। এমনই একটি ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। যা দেখে মানুষও হয়তো জোট বেঁধে লড়াইয়ের পাঠ নিতে পারে।
কেনিয়া ওয়াল্ডলাইফ সার্ভিসের (কেডব্লুএস) ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ভিডিয়োট পোস্ট হয়েছে ২০ সেপ্টেম্বর। তারপর এটি প্রচুর পশুপ্রেমী-সহ অন্যান্য নেটাগরিকদের হ্যান্ডলে শেয়ার হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ‘সম্মুখ সমরে’ এক দল সিংহ আর এক দল মহিষ। ভাবছেন এ তো অসম যুদ্ধের পরিস্থিতি। সিংহদের সঙ্গে মহিষরা পেরে উঠবে কী করে? এক দল তৃণভোজী আর তাদের সামনে বনের সব থেকে কুশলী শিকারিরা। কিন্তু এই ‘যুদ্ধের’ ফলাফল যেন অপ্রত্যাশিতই হল।
ভিডিয়োতে দেখা যাচ্ছে ঘাসের জমির মাঝখান দিয়ে মাটির রাস্তা চলে গিয়েছে। আর সেই রাস্তায় শুয়ে রয়েছে কয়েকটি সিংহ। তারা যেন অলসভাবে শুয়ে বসে শিকারের অপেক্ষা করছে। আর সত্যিই সেই দিকেই এক দল ‘লোভনীয়’ শিকার এগিয়ে আসতে থাকে। এক দল মহিষ সেই রাস্তা দিয়েই আসছিল। কিন্তু সিংহগুলি এক সঙ্গে এতো মহিষ দেখে মনে হয় কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। এই বিশাল বিশাল বপুর এত সংখ্যার মহিষদের দেখে এগোবে কি এগোবে না ভাবতে শুরু করে। শেষ পর্যন্ত তারা পিছিয়ে যায়। এই মহিষের দলকে আক্রমণ করলে পেট ভরবে কিনা তার ঠিক নেই, তবে নিজেদের প্রাণটা যে যেতে পারে সে বিচক্ষণতা সিংহদের রয়েছে বলেই মনে হয়। তাই তারা মহিষের রাস্তা থেকেই সরে যায়।
আরও পড়ুন: শিশুকে বাঁচাতে বাইক থেকে ঝাঁপ, দেখুন মৃত্যুর ঝুঁকি উপেক্ষা করা যুবকের সাহস
আরও পড়ুন: জিভে জল আনা মাস্ক, চশমা ঝাপসা হওয়ার সমস্যায় শৈল্পিক ছোঁয়া
তবে এখানেই শেষ নয়, মহিষের দলটি এবার যেন পাল্টা আক্রমণের পথে যায়। তারা ছত্রভঙ্গ হয়ে যাওয়া সিংহগুলিকে পাল্টা তাড়া করতে থাকে। সিংহগুলিও যেন প্রাণ বাঁচিয়ে পালাতে পারলে বাঁচে। এই গোটা ঘটনাই ধরা পড়ে কেনিয়ার নাইরোবি ন্যাশনাল পার্কে ঘুরতে যাওয়া কারও ক্যামেরায়। গাড়ির মধ্যে থেকে গোটা ঘটনাটি ক্যামেরাবন্দি হয়। পরে সেটি বিভিন্ন টুইটার হ্যান্ডলে শেয়ার হয়। কেডব্লুএস-এর টুইটার হ্যান্ডলেই ভিডিয়োটি প্রায় ৩৪ হাজার বার দেখা হয়েছে।
দেখুন সেই ভিডিয়ো:
When the hunter is hunted and outgunned. This morning at Nairobi National Park a pride of lion had to take off to save their dear lives from a herd of buffaloes. #DiscoverNairobiNationalPark for such and more wonders of nature.
— KWS (@kwskenya) September 20, 2020
🎥 Juliah Odhiambo pic.twitter.com/yIBnNA76lp
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy