উপহার পাওয়া গাড়ির সামনে অ্যাড্রিয়ানা। ছবি: টুইটার থেকে নেওয়া।
প্রতিদিন প্রায় সাড়ে বাইশ কিলোমিটার রাস্তা হেঁটে আসতেন কাজে যোগ দিতে। এক মহিলা ওয়েটারের এই কাহিনি শুনে তাঁকে একটি নতুন গাড়িই উপহার দিয়ে বসলেন রেস্তরাঁর এক গ্রাহক দম্পতি। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের ঘটনা।
টেক্সাসে গালভেস্টনে রেস্তরাঁ চেন ডেনিসের একটি শাখায় কাজ করেন অ্যাড্রিয়ানা এডওয়ার্ড। প্রতিদিন বাড়ি থেকে তাঁর কর্মস্থলে আসতে লাগত প্রায় পাঁচ ঘণ্টা। কারণ তিনি ওই সাড়ে বাইশ কিলোমিটার রাস্তা হেঁটেই আসতেন।
আসলে অ্যাড্রিয়ানা এভাবে পয়সা সঞ্চয় করছিলেন। সেই পয়সায় তিনি গাড়ি কিনবেন ঠিক করেছিলেন।তবে পয়সা জোগাড় না হলেও এখন তাঁকে আর হেঁটে আসতে হয় না। সৌজন্যে ওই রেস্তরাঁরই এক ক্রেতা দম্পতি। তবে তাঁরা তাঁদের পরিচয় গোপন রেখেছেন।
আরও পড়ুন: ট্রাফিক জ্যামে বিরক্ত হয়ে নিজের জন্য হেলিকপ্টার বানিয়ে ফেললেন ইন্দোনেশিয়ার এই ব্যক্তি
মঙ্গলাবর ওই দম্পতি রেস্তরাঁয় যান। সেখানে অ্যাড্রিয়ানার কাহিনি জানতে পারেন। তারপরই তাঁরা ঠিক করেন অ্যাড্রিয়ানাকে গাড়ি উপহার দেবেন। সেই মতো তাঁরা ব্রড স্ট্রিটে ক্ল্যাসিক গ্যালভেস্টোন অটো গ্রুপে যান। সেখান থেকে ‘২০১১ নিসান সেন্ট্রা’কিনে কয়েক ঘণ্টা পরে রেস্তরাঁয় ফিরে আসেন। অ্যাড্রিয়ানার হাতে তুলে দেন নতুন গাড়ির চাবি। আনন্দে আত্মহারা হয়ে যান অ্যাড্রিয়ানা
আরও পড়ুন: কুকুরকে বুকে জড়িয়ে কাঁদছেন এক ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো
সংবাদমাধ্যম কেটিআরকে-কে অ্যাড্রিয়ানা বলেছেন, আগে যে রাস্তা আসতে তাঁর পাঁচ ঘণ্টা সময় লাগত এখন সেই রাস্তা তিনি আধ ঘণ্টায় চলে আসেন। অ্যাড্রিয়ানা-সহ রেস্তরাঁর সবাই ওই দম্পতিকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।
‘I FEEL LIKE I’M DREAMING.’ This Galveston woman walked 14 miles to and from work. That all changed after two customers changed her life. After serving the couple, they returned with a car. Watch the perfect pre-Thanksgiving story only on @abc13houston at 6pm. pic.twitter.com/EnUlXxrsKb
— Nick Natario (@NickABC13) November 27, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy