Viral: Thousands of Bizarre shaped animal cover up sea beach of California dgtl
Viral
অদ্ভুত দেখতে ‘মাছে’ ভরে গেল ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকত
সেই প্রাণীর ছবি নিয়েই এখন মেতে রয়েছে নেটদুনিয়া। নেটিজেনরা নাম দিয়েছেন ‘পেনিস ফিস’।
অদ্ভুত দর্শন মাছে এ ভাবেই ভরে গিয়েছে ক্যালিফোর্নিয়ার সমুদ্র সৈকত। ছবি ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ১৭:২০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
ভয়ঙ্কর ঝড় আছড়ে পড়ার পরেই ক্যালিফোর্নিয়ার ড্রাকেস সমুদ্রসৈকত ভরে গিয়েছে হাজার হাজার অদ্ভুত দর্শন প্রাণীতে। যাদের আকার পুং যৌনাঙ্গের মতো! সেই প্রাণীর ছবি নিয়েই এখন মেতে রয়েছে নেটদুনিয়া। নেটিজেনরা নাম দিয়েছেন ‘পেনিস ফিস’।
লম্বায় প্রায় ১০ ইঞ্চি লম্বা প্রাণীগুলিকে ক্যালিফোর্নিয়ার সমুদ্রসৈকতে প্রথম দেখতে পান ইভান পার নামে এক বিজ্ঞানী। তিনি দ্য ওয়াইল্ড লাইফ সোসাইটির পশ্চিম বিভাগের বায়োলজিস্ট। পার জানিয়েছেন, পুং যৌনাঙ্গের মতো দেখতে এই প্রাণীগুলি থাকে জলের তলায়। এরা আদতে এক ধরণের জলজ কীট। যাদের বিজ্ঞানসম্মত নাম উরেছিস ইউনিসিঙ্কটাস। তাদের ‘ফ্যাট ইনকিপার ওর্মস’ বলেও ডাকা হয়ে থাকে।
জলের তলার এই কীট সাধারণত ব্যাক্টেরিয়া, প্ল্যাঙ্কটন ও কাদায় মধ্যে থাকা খনিজ খেয়ে বেঁচে থাকে। এদের গড় আয়ুও বেশ দীর্ঘ। প্রায় ২৫ বছর বাঁচে এরা। সমুদ্রের তলা থেকে সৈকতে উঠে আসতেই এই প্রাণীদের নিয়ে আগ্রহ ছড়িয়েছে মানুষের মধ্যে।