করোনাভাইরাস থেকে বাঁচতে। ছবি টুইটার থেকে সংগৃহীত।
করোনাভাইরাসের কবলে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় দেড় হাজার জন। আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৫০ হাজারের গণ্ডি। করোনা আতঙ্কে কাঁপছে গোটা চিন। ভাইরাস সংক্রমণের আতঙ্কে সেখানকার বাসিন্দারা নিজেরা মাস্ক পরার পাশাপাশি বাড়ির পোষ্যদেরও পরাচ্ছেন মাস্ক। উদ্দেশ্য একটাই, করোনার সংক্রমণ থেকে রক্ষা পাওয়া।
এক ব্রিটিশ দৈনিকের প্রতিবেদন অনুসারে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে পোষ্যদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার প্রমাণ এখনও পর্যন্ত মেলেনি। যদিও চিনের ন্যাশনাল হেলথ কমিশন সংক্রমণের ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে একমত নয়। তাঁদের বক্তব্য, পোষ্যরা যদি করোনাভাইরাসে আক্রান্তের সংস্পর্শে আসে, তা হলে তাদের মধ্যেও সংক্রমণ ছড়াতে পারে। তাই পোষ্যদেরও সাবধানে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। সত্যিটা যা-ই হোক, চিনের বাসিন্দারা এ ব্যাপারে কোনও ঝুঁকি নিতে রাজি নন। আদরের পোষ্যদের সুরক্ষিত রাখতে তাঁরা পোষ্যকেও পরাচ্ছেন মাস্ক।
মাস্ক পরে পোষ্যদের ঘুরে বেড়ানোর ছবি ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। বাড়ির বিড়াল কুকুরকে মাস্ক পরা অবস্থায় দেখে বিভিন্ন মন্তব্য করছেন নেটাগরিকরা। দেখুন সেই ছবি—
Spotted near my house today on my dash to the supermarket. (I guess you can never be too careful 😷) #coronaviruschina pic.twitter.com/zMkW8xzl2d
— Eunice Yoon (@onlyyoontv) February 9, 2020
EVEN A DOG IS WEARING A FACE MASK DUE TO THE CORONAVIRUS OUTBREAK IN CHINA pic.twitter.com/UEtYa7ICFP
— freezerohedge (@freezerohedge1) February 7, 2020
আরও পড়ুন: অবতরণের সময় প্রবল ঝড়, দুলছে বিমান! দেখুন নাটকীয় মুহূর্তের ভিডিয়ো
আরও পড়ুন: পাখির খাবার খেয়ে নেয় কাঠবিড়ালি, দেখুন কী ভাবে জব্দ করা হল তাকে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy