এই পোশাক পরে মোদীকে হুমকি পাক গায়িকার। ছবি টুইটার থেকে সংগৃহীত।
টুইটারে সাপের ভিডিয়ো আপলোড করে মোদীকে হুমকি দিয়েছিলেন মাসখানেক আগে। মঙ্গলবার আত্মঘাতী বোমারু জ্যাকেট পরে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশে। এই কাজের পরই সোশ্যাল মিডিয়ায় ট্রোলড পাকিস্তানের পপ গায়িকা রাবি পিরজাদা।
মঙ্গলবার পোস্ট করা সেই ছবিতে পাক গায়িকাকে দেখা যাচ্ছে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে। তাঁর গায়ে টাইমার বম্ব বাঁধা আত্মঘাতী জ্যাকেট। সেই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘#মোদীহিটলার আই জাস্ট উইশ হাহ #কাশ্মীরকিবেটি’। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। এ হেন কাজ করার জন্য নেটিজেনদের আক্রমণের মুখে পড়েছেন ওই গায়িকা।
নেটিজেনদের একাংশ রাবির এই পোশাককে উদ্দেশ্য করে ধেয়ে এসেছে একের পর এক কটাক্ষ। কেউ বলেছেন, ‘‘বাহ। পাকিস্তানে ঐতিহ্যবাহী পোশাকে দারুণ লাগছে আপনাকে।’’ আর এক নেটিজেন আবার রাবির পোশাককে পাকিস্তানের জাতীয় পোশাক বানানোর জন্য ইমরান খানের কাছে অনুরোধ করেছেন।
তবে উদ্ভট কাণ্ড করে শিরোনামে আসা রাবির কাছে নতুন কিছু নয়। সেপ্টেম্বরে একাধিক সাপ নিয়ে ভিডিয়ো আপলোড করে তৈরি করেছিলেন বিতর্ক। সেই ঘটনার জেরে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছিল লাহৌরের একটি আদালত।
ایک کشمیری لڑکی کی تیاری مودی کے خلاف، ویسے تو اس نے جہنم میں جانا ہی ہے، مگر اس جیسے انسا ن کی دنیا بھی جہنم ہونی چاہیے۔ #chotisibaathttps://t.co/cGfxSd0hd5 pic.twitter.com/h3C9HA1BT0
— Rabi Pirzada (@Rabipirzada) September 2, 2019
আরও পড়ুন: বোলতার ভয়ঙ্কর কামড়, সাপ দিয়ে লাঞ্চ অসমাপ্ত রেখেই পালাল আরেক সাপ!
আরও পড়ুন: নাগরদোলার মতো ঘুরবে মহাকাশের প্রথম হোটেল! দেখুন সেই হোটেলের অন্দরমহল
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy