লাহোরে ক্রিকেট খেলছেন কেট মিডলটন। ছবি টুইটার থেকে সংগৃহীত।
পাকিস্তান সফরে সম্প্রতি এসেছেন ব্রিটিশ রাজ পরিবারের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও রাজ পুত্রবধু কেট মিডলটন। সেই সফরের চতুর্থ দিনে তাঁরা গিয়েছিলেন লাহৌরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে। সেখানে গিয়ে তাঁরা বাচ্চাদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি হাতে তুলে নিলেন ব্যাট। খেললেন ত্রিকেট। সেই সব ছবি বৃহস্পতিবার আপলোড করা হয়েছে কেনসিংটন প্যালেসের অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে। তার পরই ভাইরাল হয়েছে সেই পোস্ট।
লাহৌরের ওই অ্যাকাডেমিতে গিয়ে ডিউক অ্যান্ড ডাচেস অফ কেমব্রিজ খেলেছেন একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ। ১০ থেকে ১৪ বছর বয়সী দুঃস্থ ছেলে–মেয়েদের নিয়ে তৈরি করা হয়েছিল দু’টি দল। কিন্তু ম্যাচের কেন্দ্রবিন্দুতে ছিলেন সেই কেটই। দু’বার ক্যাচ আউট হলেও এ দিন নিজের ব্যাটিং স্কিলের পরিচয় দিয়েছেন তিনি। আর খেলতে খেলতে তাঁর হাসি মন জিতে নিয়েছে খুদেদের।
যদিও ক্রিকেটের প্রতি কেটের আগ্রহের প্রকাশ এই প্রথম নয়। ২০১৬তে ভারত সফরে এসে দেখা করেছিলেন সচিন তেন্ডুলকর ও দিলীপ বেঙ্গসরকারের সঙ্গে। নিউজিল্যান্ড সফরের সময় একটি প্রোমোশনাল অনুষ্ঠানে ক্রিকেট খেলেছিলেন এই রয়্যাল দম্পতি।
At the National Cricket Academy in Lahore @TheRealPCB, The Duke and Duchess of Cambridge joined a match with children participating in the @BritishCouncil’s DOSTI programme. #RoyalVisitPakistan pic.twitter.com/bOvF5osDtc
— The Duke and Duchess of Cambridge (@KensingtonRoyal) October 17, 2019
☺️ That's amazing 🥰 Catherine with William 😊 #Cricket #Lahore #Pakistan 🇵🇰💚 pic.twitter.com/PcrB8aMLnF
— KIRTY DWH (@kirty_dwh) October 17, 2019
আরও পড়ুন: আসছে ট্রেন, রেললাইনে পড়ে অজ্ঞান হয়ে গেলেন মহিলা! তার পর...
আরও পড়ুন: এত বড় কিং কোবরাকে ধরার ভিডিয়ো দেখেছেন কোনও দিন?
TRH visit #Mumbai park the Oval Maidan and meet cricket legends @sachin_rt and Dilip Vengsarkar #RoyalVisitIndia pic.twitter.com/9ZRFehdfzc
— The Duke and Duchess of Cambridge (@KensingtonRoyal) April 10, 2016
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy