ফেস-শিল্ডের দাম প্রায় ৭০ হাজার টাকা। ছবি: টুইটার থেকে নেওয়া।
করোনা থেকে বাঁচতে মাস্কের পরেই এখন সব থেকে বেশি বিক্রি হচ্ছে সম্ভবত ফেস-শিল্ড। কারণ প্রয়োজনে বাইরে বেরিয়ে অনেক মানুষই শুধু আর মাস্কের উপর ভরসা না করে ফেস-শিল্ডও ব্যবহার করছেন। আর তাই বিভিন্ন কোম্পানি কার্যকরী ও আকর্ষণীয় ফেস-শিল্ড তৈরি করছে। অনলাইন, অফলাইনে প্রতিদিন বিক্রি বাড়ছে নানান রকম ফেস-শিল্ডের।
নানা রকম ফেস-শিল্ডের মধ্যে থেকে আপনি নিজের জন্য বেছে নিতে পারেন। আপনি যদি একটু বেশি স্টাইলিস ফেস-শিল্ড চান, তার যোগানও আছে। তবে এর জন্য একটু বেশি খরচ করতে হবে। ফরাসি কোম্পানি লুই উইটোঁ এমনই এক ফেস-শিল্ড বাজারে এনেছে, যার দাম ‘মাত্র’ ৭০ হাজার টাকা। ঠিকই দেখছেন, এটি একটি ফেস-শিল্ডের দাম।
লুই উইটোঁ সাধারণত বিলাসবহুল প্রসাধনী সমাগ্রী তৈরি করে। তবে করোনার সময় তাদের পারফিউম তৈরির তিনটি কারখানায় হ্যান্ড স্যানিটাইজার তৈরি হচ্ছে। যা হাসপাতালের হ্যান্ড স্যানিটাইজারের ঘাটতি মেটাতে অনেকটা সাহায্য করছে। তারাই এবার এই ৯৬০ মার্কিন ডলার দামের ফেস শিল্ড নিয়ে এসেছে বাজারে ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৭০ হাজার ৫০০ টাকা। স্টাইলিশ হওয়ার পাশাপাশি এই ফেস-শিল্ড সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকেও চোখকে রক্ষা করবে। এটি পরে বাইরে বেরলেই স্বচ্ছ আস্তরণটি গাঢ় রংয়ের হয়ে যাবে।
আরও পড়ুন: মজার মুডে থাকা এই সুপারস্টারদের দেখুন তো চিনতে পারেন কি না!
আরও পড়ুন: করোনার বিরুদ্ধে বহুমুখী লড়াই, দরিদ্র শিশুদের পাশে শিক্ষকের ভূমিকায় সাব-ইনস্পেক্টর
As Louis Vuitton launches a new light-sensitive protective visor, BoF asks how big the mask and shield market can really get: https://t.co/1kYkOjs1Ex pic.twitter.com/eTNcp4NqtV
— The Business of Fashion (@BoF) September 11, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy