গ্রাফিক: তিয়াসা দাস।
চিনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার হার কিছুটা কমলেও বিশ্বে দ্রুত ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে আমেরিকার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চিনের বহুজাতিক ই-কমার্স কম্পানি আলিবাবা-র কর্তা, বিশ্বের অন্যতম ধনকুবের জ্যাক মা। এদিন প্রচুর মুখোশ ও করোনাভাইরাস নির্ণয়ের কিট তিনি পাঠিয়েছেন আমেরিকার উদ্দেশে। সেই ছবি পোস্ট করেছেন জ্যাক তাঁর টুইটার হ্যান্ডলে। তাঁকে ধন্যবাদ জানিয়েছেন বহু মার্কিন নেটাগরিক। কিন্তু এর পাশাপাশি ভিন্ন সুরেও উত্তর দিয়েছেন অনেকে।
জ্যাক মা সদ্য টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন। এদিন সাংহাই বিমানবন্দরে তোলা দু’টি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বিমানে ওঠার জন্য বড় বড় প্যাকেট তৈরি হয়ে রয়েছে। জ্যাক মা লিখেছেন, “আমেরিকার পাঠানোর জন্য মুখোশ ও করোনাভাইরাস নির্ণয় কিটের প্রথম শিপমেন্ট। আমেরিকায় আমাদের বন্ধুদের জন্য শুভেচ্ছা।”
জ্যাকের এই পোস্ট এগারো ঘণ্টার মধ্যে প্রায় পৌনে দু’ লাখ লাইক পেয়েছে, রিটুইট হয়েছে প্রায় ৩২ হাজার। সেই সঙ্গে মার্কিন নেটাগরিকরা আড়াআড়ি বিভক্ত হয়ে গিয়েছেন এই ইস্যুতে। প্রচুর মানুষ জ্যাক মা-কে ধন্যবাদ জানিয়েছেন। যেমন একজন লিখেছেন, “আপনি আমাদের প্রেসিডেন্টের থেকে অনেক বেশি করছেন।”
আরও পড়ুন: করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জেলবন্দিরা
দেখুন সেই পোস্ট:
The first shipment of masks and coronavirus test kits to the US is taking off from Shanghai. All the best to our friends in America. 🙏 pic.twitter.com/LTn26gvlOl
— Jack Ma (@JackMa) March 16, 2020
Thank you! Our administration left America unprepared
— Dominick Wilker (@DominickWilker) March 16, 2020
Thank you! 🙏🏻
— Katie Phang (@KatiePhang) March 16, 2020
আবার অনেকে বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য চিনকেই দায়ী করেছেন। জ্যাক মা তারই খানিকটা ক্ষতিপূরণ করার চেষ্টা করছেন বলে কটাক্ষ করেন অনেক মার্কিন নেটাগরিক। জ্যাকের পোস্টের কমেন্ট বক্সেই তা লিখে দিয়েছেন অনেকেই।
আরও পড়ুন: করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই ফিট থাকতে অভিনব পথে শরীরচর্চা
দেখুন সেই পোস্ট:
#WuhanVirus made in China. Are you sending Chinese communist virus from the goods? So many people dying in China,but you are playing Communist Propaganda here...
— Inty传媒🇺🇸 (@IntyMedia) March 16, 2020
#CCP spread #WuhanCoronavirus to the world and raid all medical supplies included masks then hauled by #CCP govt , also tricked #UnitedStates sent you more supplies , THIS IS JUST RETURN BACK WHAT WE GAVE YOU! You shameless tried to take credit with #CCP! How dare you!? pic.twitter.com/gsLsrMXWDe
— Éﺍǝתּშ𝛧ᕶ ♱ 🇺🇸🏴🇬🇧🇹🇼 (@zilbelladure) March 16, 2020
People asking why not in Kenya or Italy? People should understand that Jack Ma gets 50+% of his customers from the US, as a result he knows the saying that says "Don't invest somewhere you are not gonna harvest". This guy is very sharp,he is creating more market in the US 🔥Class
— Cymoh 🌬 (@ProfCymOhAFC) March 16, 2020
Disgusting. This is just China’s bid to make the world forget where #WuhanVirus originally started: WUHAN, CHINA.
— President-Elect Jacques Martin (@AnjouDauphin) March 16, 2020
Nah, we won’t forget. ✋
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy