Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Joe Biden

কড়া নীতি চালুর পথে বাইডেন

ক্ষমতায় আসার পরে ট্রাম্পের একাধিক নীতি বদলে ফেললেও জো বাইডেন ‘টাইটেল ৪২’ নীতিতে এত দিন পরিবর্তন আনেননি। যার জন্য বিভিন্ন দিক থেকে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে।

An image of Joe Biden

প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইল ছবি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৩ মে ২০২৩ ০৮:২৭
Share: Save:

শেষ হতে চলেছে ‘টাইটেল ৪২’। বৃহস্পতিবার মধ্যরাতে ওয়াশিংটনের অভিবাসন নীতির এই পালাবদলের আগে শরণার্থীদের ভিড় উপচে পড়তে দেখা গেল আমেরিকা-মেক্সিকো সীমান্তে। কারণ ২০২০ সালে অতিমারির আবহে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আনা এই নীতির বিকল্প হিসেবে নয়া নীতি আনতে চলেছে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। যা এই ‘টাইটেল ৪২’-র চেয়ে কয়েকগুণ কড়া হবে বলেই গুঞ্জন।

এই নয়া নীতি ঘোষণার সঙ্গে সঙ্গে সীমান্তে শরণার্থীদের ভিড় সামাল দিতে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে। হোমল্যান্ড সিকিয়োরিটি সচিব আলেজান্দ্রো মেয়রকাস এক বিবৃতিতে বলেন, ‘‘যাঁরা আমেরিকায় প্রবেশের জন্য আইনি পথ ব্যবহার করেননি, তাঁরা এ বার আরও কঠিন পরিণতির জন্য তৈরি থাকুন।’’ উল্লেখ্য, বর্তমানে আমেরিকা-মেক্সিকো সীমান্তে হাজির হওয়া শরণার্থীর সংখ্যা ৬০ হাজার পেরিয়ে গিয়েছে বলে দাবি করা হচ্ছে।

ক্ষমতায় আসার পরে ট্রাম্পের একাধিক নীতি বদলে ফেললেও জো বাইডেন ‘টাইটেল ৪২’ নীতিতে এত দিন পরিবর্তন আনেননি। যার জন্য বিভিন্ন দিক থেকে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে বেআইনি ভাবে সীমান্ত পেরোনো রুখতে এ বার কড়া পদক্ষেপের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বাইডেন।

অন্য বিষয়গুলি:

Joe Biden usa New Policy Mexico Border
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE