শত্রুতা ভুলে রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার পাশে দাঁড়াল আমেরিকা। সোমবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের তৃতীয় বর্ষপূর্তিতে রাশিয়ার ‘আগ্রাসনের’ নিন্দা করা হয়। পাশাপাশি ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানিয়েও প্রস্তাব পেশ করা হয়েছে। তাৎপর্যপূর্ণ ভাবে এই প্রস্তাবের বিরোধিতা করে কার্যত রাশিয়ার পাশে দাঁড়ায় ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। রুশ-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম এমন কোনও প্রস্তাবে মস্কোর পক্ষে দাঁড়াল ওয়াশিংটন।
আমেরিকার বিরোধিতা সত্ত্বেও প্রস্তাবটি অবশ্য বিপুল ভোটে গৃহীত হয়। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ৯৩টি দেশ। বিপক্ষে ভোট দেয় ১৮টি দেশ। আর ভারত-সহ ৬৫টি দেশ ভোটদানে বিরত থাকে। আমেরিকা ছাড়াও প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ইজ়রায়েল, উত্তর কোরিয়ার মতো দেশ। ভারত ছাড়াও ইরান, চিন কোনও পক্ষেই ভোট দেয়নি। আর ইউরোপের অধিকাংশ দেশই প্রস্তাবের পক্ষে ভোট দেয়।
আরও পড়ুন:
প্রসঙ্গত, দ্বিতীয় বারের জন্য ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেই যুক্তরাষ্ট্রের বিদেশনীতিতে বদলের ইঙ্গিত মিলেছে। জো বাইডেনের জমানায় মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে দূরত্ব বৃদ্ধি পেলেও সেই দূরত্ব কমানোর ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনেও কথাও হয়েছে তাঁর। অন্য দিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য সৌদি আরবে বৈঠকে বসেছে আমেরিকা এবং রাশিয়া। কিন্তু সেই বৈঠকে ঠাঁই হয়নি ইউক্রেনের। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিকে ‘অনির্বাচিত একনায়ক’ বলে তোপ দেগেছেন ট্রাম্প। এই আবহেই এ বার রাষ্ট্রপুঞ্জে সরাসরি রাশিয়ার পক্ষে ভোট দিল আমেরিকা।