টিকা নিচ্ছেন জো বাইডেন। ছবি সৌজন্য টুইটার।
আমেরিকার ভাবী প্রেসিডেন্ট জো বাইডেন করোনা টিকা নিলেন। ৭৮ বছরের বাইডেনের এই টিকা নেওয়া দৃশ্য লাইভ সম্প্রচারিত হল। টিকা নিতে আমেরিকাবাসীকে উদ্বুদ্ধ করতেই বাইডেনের এই পদক্ষেপ। ফাইজারের টিকাটিই নিলেন তিনি। এ ক্ষেত্রেও তিনি হারিয়ে দিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। কারণ, ট্রাম্প এখনও এই টিকা নেননি। কবে এই টিকা নেবেন, বা আদৌ নেবেন কি না, তা-ও জানাননি।
টিকা নেওয়ার সেই ভিডিয়ো শেয়ার করে টুইটে বাইডেন লেখেন, ‘আমি আজ কোভিড টিকা নিলাম। যাঁরা এই টিকা আবিষ্কার করেছেন, সেই সব বিজ্ঞানী ও গবেষকের কাছে কৃতজ্ঞ। আমার প্রিয় আমেরিকাবাসী, আর কোনও চিন্তা নেই। ভ্যাক্সিন বাজারে এলেই আপনারা নিতে পারেন।’
আরও পড়ুন: বড়দিনের মুখে ‘বয়কট’ ব্রিটেন
নিউয়ার্কের ক্রিস্টিনা হাসপাতালে বাইডেনকে এই টিকা দেওয়া হয়। তিনি বাঁ হাতে এই টিকা নেন। স্ত্রী জিলকেও দেওয়া হয় টিকা। বাইডেন বলেন, “আমার আগে ও এই টিকা নিয়েছে। আমি দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করে আছি। জিলও তাই। টিকা নিয়ে জিলেরও ভাল লেগেছে।”
Today, I received the COVID-19 vaccine.
— Joe Biden (@JoeBiden) December 22, 2020
To the scientists and researchers who worked tirelessly to make this possible — thank you. We owe you an awful lot.
And to the American people — know there is nothing to worry about. When the vaccine is available, I urge you to take it. pic.twitter.com/QBtB620i2V
করোনাভাইরাসের নতুন একটি স্ট্রেন নিয়ে ইতিমধ্যেই ব্রিটেন-সহ কয়েকটি দেশের কপালে ভাঁজ পড়েছে। সে সব মাথায় রেখে বাইডেন দেশবাসীকে বলেন, “স্বাস্থ্যকর্মীরা যা বলছেন, সে সব শুনুন। মাস্ক পরুন। সামাজিক দূরত্বের বিধি মেনে চলুন।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy