মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি টুইটার থেকে সংগৃহীত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্কিত কথা বলতে তাঁর জুড়ি মেলা ভার। গত কয়েক বছরে একের পর এক বিতর্কিত কথা বলে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। কিন্তু সেই সমালোচনা যে তাঁর স্বভাবের বিন্দুমাত্র পরিবর্তনও করতে পারেনি তার প্রমাণ তিনি আবার দিলেন নিজের টুইটার অ্যাকাউন্টে করা সাম্প্রতিক পোস্টে।
শুক্রবারের সেই পোস্টে তিনি নাসার প্রসঙ্গ তোলেন। আগামী দিনে নাসার লক্ষ্য কী হওয়া উচিত তা নিয়েও শব্দ ব্যয় করেছেন তিনি। আর সেই কথা বলতে গিয়েই তিনি লিখেছেন, ‘মঙ্গলের একটি অংশ হল চাঁদ’।
ট্রাম্পের এই টুইট নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। শুধু তাই নয়, ট্রাম্পের দেওয়া এই তথ্যকে হাতিয়ার করে নানা রকমের জোকসেও মেতেছেন নেটিজেনরা। বিষয়টি গত কাল থেকে এমন পর্যায়ে পৌঁছেছে যে নাসার তরফে জিম ব্রিটেনস্টাইন টুইটারে নাসার পরবর্তী লক্ষ্য জানিয়েছেন। তাতেওঅবশ্য ট্রোলের হাত থেকে রেহাই পাননি ট্রাম্প।
For all of the money we are spending, NASA should NOT be talking about going to the Moon - We did that 50 years ago. They should be focused on the much bigger things we are doing, including Mars (of which the Moon is a part), Defense and Science!
— Donald J. Trump (@realDonaldTrump) June 7, 2019
আরও পড়ুন: রাতারাতি গায়েব ৭৫ ফুটের লোহার ব্রিজ! চোরের কাজ, বলছে পুলিশ
I know reading isn’t really your thing so here are some pictures!
— Ryan Hill (@RyanHillMI) June 7, 2019
That red circley thing— That is Mars.
That smaller white circley thing— That is the Moon.
Mars ∩ Moon = Ø pic.twitter.com/6nTioXYBKj
As @POTUS said, @NASA is using the Moon to send humans to Mars! Right now, @MarsCuriosity and @NASAInSight are on Mars and will soon be joined by the Mars 2020 rover and the Mars helicopter. pic.twitter.com/Br1sTYfNzd
— Jim Bridenstine (@JimBridenstine) June 7, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy