ছবি সৌজন্য আমেরিকার নৌবাহিনী।
যদি যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় তা হলে তা মোকাবিলা করতে কি নৌবাহিনী প্রস্তুত? সম্প্রতি এই শক্তিই পরীক্ষা করে দেখল আমেরিকা।
অতলান্তিক মহাসাগরে অতলে ১৮ হাজার কেজির বোমা ফাটিয়ে সেই মহড়াই সম্পূর্ণ করল আমেরিকার নৌবাহিনীর যুদ্ধজাহাজ জেরাল্ড আর ফোর্ড(সিভিএন ৭৮)। এক বিবৃতি জারি করে আমেরিকার নৌবাহিনী জানিয়েছে, পূর্ব উপকূলে এই শক্তি পরীক্ষা করা হয়েছে। তবে সামুদ্রিক জীবন এবং পরিবেশের কথা মাথায় রেখে সব সুরক্ষা নিয়েই এই শক্তি পরীক্ষা করা হয়েছে।
#ICYMI USS Gerald R. Ford @Warship78 completes the 1st explosive event of Full Ship Shock Trials! Continuing the mission #NavyReadiness pic.twitter.com/Tx3w3c7eCm
— U.S. Navy (@USNavy) June 20, 2021
১৮ হাজার কেজির বোমা ফাটলে তার তীব্রতা কতটা ভয়ানক হতে পারে, সেই দৃশ্যই ধরা পড়েছে আমেরিকার নৌবাহিনীর ক্যামেরায়। যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে এই বোমা শত্রুপক্ষের শিবিরে কতটা অভিঘাত আনতে পারে, এই দৃশ্য থেকেই তা আন্দাজ করে নিতে পারবেন যে কেউ।
এর আগে এই ধরনের মহড়া চালানো হয়েছিল ২০০৮ সালে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy