Advertisement
E-Paper

ছ’দিনের গৃহযুদ্ধে কঙ্গোয় নিহত অন্তত ৭০০ জন, বিদ্রোহীদের দখলে একটি প্রদেশ! উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ

গণপ্রজাতন্ত্রী কঙ্গো সরকারের অভিযোগ, বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী এম২৩-কে মদত দিচ্ছে পড়শি রোয়ান্ডা। আমেরিকা, ফ্রান্স-সহ পশ্চিমি শক্তির একাংশও রয়েছে তাদের পিছনে।

UN report says, at least 700 killed in DR Congo fighting since 26 January 2025

ছবি: রয়টার্স।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫ ২২:১০
Share
Save

মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোয় (ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বা ডিআর কঙ্গো) গত ছ’দিনের গৃহযুদ্ধে অন্তত ৭০০ জনের মৃত্যু হয়েছে। শনিবার রাষ্ট্রপুঞ্জের তরফে প্রকাশিত একটি রিপোর্টে এ কথা জানানো হয়েছে।

কঙ্গোর সেনা এবং সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী এম২৩-এর যোদ্ধারা ছাড়াও নিহতদের তালিকায় বহু সাধারণ মানুষ রয়েছেন বলেও ওই রিপোর্ট জানাচ্ছে। গণপ্রজাতন্ত্রী কঙ্গোর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই দখলে নিয়েছে বিদ্রোহী বাহিনী। তাদের মোকাবিলায় বাড়তি সেনা পাঠাচ্ছে সরকার। ফলে গৃহযুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হবে এবং প্রাণহানি বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা রিপোর্টে।

কঙ্গো সরকার এবং তাদের বন্ধু দেশগুলির অভিযোগ, এম২৩ সশস্ত্র গোষ্ঠীকে মদত দিচ্ছে মধ্য আফ্রিকার আরেক দেশ রোয়ান্ডা। আমেরিকা, ফ্রান্স-সহ পশ্চিমি শক্তির একাংশও সরকারকে উৎখাত করছে চাইছে বলে অভিযোগ। যদিও রোয়ান্ডা বরাবর ওই অভিযোগ অস্বীকার করে এসেছে। গত সপ্তাহে কঙ্গোর রাজধানী কিনশাসায় আমেরিকা, ফ্রান্স এবং রোয়ান্ডার দূতাবাসের সামনে বিক্ষোভও হয়েছে। ওই ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রিক কঙ্গোর যোগাযোগমন্ত্রী প্যাট্রিক মুয়ায়া। তবে রোয়ান্ডার বিরুদ্ধে অস্থিরতা তৈরির অভিযোগ তুলেছেন তিনি। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, ইতিমধ্যেই উত্তর কিভু প্রদেশ পুরোপুরি দখল করছে বিদ্রোহী বাহিনী।

Congo UN Civil War

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}