(বাঁ দিকে) ভ্লাদিমির পুতিন এবং ভলোদিমির জ়েলেনস্কি (ডান দিকে)। —ফাইল ছবি।
প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি-সহ তাঁর সরকারের কয়েক জন শীর্ষস্থানীয় কর্তাকে ষড়যন্ত্রের ছক বানচাল করার কথা জানাল ইউক্রেনের গোয়েন্দা বিভাগ এসবিইউ। ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ইউক্রেন সেনারই দুই কর্নেল পদমর্যাদার আধিকারিককে গ্রেফতার করা হয়েছে বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।
এসবিইউ-র বিবৃতিতে জানানো হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ মেনেই জ়েলেনস্কিকে খুনের পরিকল্পনা করা হয়েছিল। ষড়যন্ত্রে ধৃত দুই সেনা অফিসারের পাশাপাশি আর কোনও সেনা বা অসামরিক অফিসার যুক্ত কি না, তা চিহ্নিত করতে চলছে তদন্ত। ধৃত দু’জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং সন্ত্রাসবাদী তৎপরতার অভিযোগ এনে শুরু হয়েছে বিচার।
কিভের সংবাদমাধ্যম জানিয়েছে, ধৃত দুই সেনা আধিকারিকের কাছ থেকে রুশ ড্রোন এবং বিস্ফোরক উদ্ধার হয়েছে। জেরার মুখে তাঁরা জানিয়েছেন, রুশ গুপ্তচর সংস্থা ‘স্টেট সিকিউরিটি সার্ভিস’ (এসএসবি) জ়েলেনস্কিকে খুনের জন্য ওই ড্রোন এবং বিস্ফোরক দিয়েছিল তাঁদের। ইউক্রেনের এই অভিযোগের প্রেক্ষিতে এখনও কোনও জবাব দেয়নি রাশিয়া।
প্রসঙ্গত, ইউক্রেনে হামলার ১৫ মাসের মাথায় সোমবার নতুন পরমাণু কর্মসূচি ঘোষণা করেছেন পুতিন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, প্রেসিডেন্টের নির্দেশ মেনে আপৎকালীন পরিস্থিতির মোকাবিলার উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকায় অ-কৌশলগত পরমাণু অস্ত্র ব্যবহারের মহড়া চালানো হচ্ছে। সামরিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা নতুন করে কিভ দখলের অভিযান শুরু করতে চলেছে মস্কো।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy