Advertisement
২২ জানুয়ারি ২০২৫
World Tour

মাত্র ৮০ দিনে বিশ্বভ্রমণ করে তাক লাগালেন অশীতিপর দুই বান্ধবী! ঘুরে দেখলেন তাজমহলও

ভারতে থাকাকালীন দুই বান্ধবী তাজমহলের সামনে দাঁড়িয়ে একসঙ্গে একটি ছবি তোলেন। সেই ছবি সম্প্রতি তাঁরা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

Two friends from Texas finishes world tour in 80 days, visited Taj Mahal too .

ভারতে থাকাকালীন দুই বান্ধবী তাজমহলের সামনে দাঁড়িয়ে একসঙ্গে একটি ছবি তোলেন। ছবি: ইনস্টাগ্রাম।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৩ ১১:১৪
Share: Save:

এলি হ্যাম্বি এবং স্যান্ডি হ্যাজেলিপ। পেশায় এক জন তথ্যচিত্র পরিচালক, অন্য জন চিকিৎসক। দু’জনেই অশীতিপর। আমেরিকার টেক্সাস থেকে যাত্রা শুরু করে মাত্র ৮০ দিনে বিশ্বভ্রমণ করে ফেলেছেন ৮১ বছরের দুই বান্ধবী। তাঁরা এ-ও প্রমাণ করেছেন ভ্রমণ এবং অ্যাডভেঞ্চারের কোনও বয়স হয় না। বিশ্বভ্রমণে বেরিয়ে ভারতেও এসেছিলেন এলি এবং স্যান্ডি। দেখে গিয়েছেন তাজমহলও।

তাঁদের ভ্রমণ সম্পর্কে সংবাদমাধ্যম সিএনএনকে স্যান্ডি জানান, ৮০ বছর পেরোতেই বিশ্বভ্রমণের কথা তাঁদের মাথায় আসে। তিনি বলেন, ‘‘আমরা আগেও একসঙ্গে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি। যখন ৭৬ বছর বয়স তখন আমরা আলোচনা করেছিলাম যে বিশ্বভ্রমণে যাব। ৮০ পেরোতেই আমরা ঠিক করি এ বার বেরোতেই হবে।’’

এলির কথায়, ‘‘আরও আগে বেরিয়ে পড়তাম। কিন্তু কোভিডের কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। কিন্তু কোভিড কমতেই আমরা ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম।

লন্ডন, জাঞ্জিবার, জাম্বিয়া, মিশর, নেপাল, বালি এবং ভারত ঘুরে ৮০ দিনের বিশ্বভ্রমণ শেষে সম্প্রতি আবার টেক্সাস ফিরে গিয়েছেন এলি এবং স্যান্ডি।

ভারতে থাকাকালীন দুই বান্ধবী তাজমহলের সামনে দাঁড়িয়ে একসঙ্গে একটি ছবি তোলেন। সেই ছবি সম্প্রতি তাঁরা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। শুধু তা-ই নয়, দুই প্রিয় বান্ধবী ভারতে এসে রিকশায় চেপে দিল্লির রাস্তায় ঘুরেছেন বলেও ইনস্টাগ্রামে জানিয়েছেন।

অন্য বিষয়গুলি:

World Tour travel tajmahal tajmahal visit
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy