Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
whales

Death Whales: সমুদ্রে ছেড়ে দিলেও ফিরে আসছে, নিউজিল্যান্ডের ‘ডেথ ট্র্যাপ’ সৈকতে কাতারে কাতারে মৃত তিমি!

তিনটি তিমি সৈকতে ছটফট করছে দেখে স্থানীয়রা তাদের সমুদ্রে ছেড়ে দিয়ে আসেন। কিন্তু কিছু ক্ষণের মধ্যে তিনটি তিমিই পারের কাছে ফিরে এসে মারা যায়।

ছবি— এএফপি।

সংবাদ সংস্থা
ওয়েলিংটন শেষ আপডেট: ১৮ মার্চ ২০২২ ১৯:০৩
Share: Save:

নিউজিল্যান্ডে তিমিদের গণ-মরণ! সমুদ্র সৈকতের কয়েক কিলোমিটার জুড়ে পড়ে আছে কাতারে কাতারে মৃত তিমি। এই সৈকত ‘ডেথ ট্র্যাপ’ (মৃত্যু ফাঁদ) নামে পরিচিত। এখনও পর্যন্ত দু’ডজনেরও বেশি তিমির মৃত্যু হয়েছে এখানে। সংখ্যা আরও বা়ড়তে পারে বলে আশঙ্কা।

নিউজিল্যান্ডের ‘ডিপার্টমেন্ট অব কনজার্ভেশন’ সূত্রে খবর, এখনও পর্যন্ত ‘ডেথ ট্র্যাপ’-এ ২৯টি অতিকায় তিমির মৃত্যু হয়েছে। কিন্তু কেন একসঙ্গে এত তিমির মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। প্রচলিত জনশ্রুতি, এই সমুদ্র সৈকত আসলে জলচরদের কাছে মৃত্যুফাঁদ।

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, তিনটি তিমি সৈকতে ছটফট করছে দেখে স্থানীয়েরা তাদের সমুদ্রে ছেড়ে দিয়ে আসেন। কিন্তু কিছু ক্ষণের মধ্যে তিনটি তিমিই পারের কাছে এসে ছটফট করতে করতে মারা যায়। কেন এমন হচ্ছে, বুঝে উঠতে পারছেন না বিশেষজ্ঞেরা। তা হলে কি সমুদ্রের অভ্যন্তরে কোনও প্রাকৃতিক আন্দোলনই এর কারণ? বিশেষজ্ঞরা সেই কারণ উড়িয়ে দিচ্ছেন। তাঁদের বক্তব্য, তা হলে ওই অঞ্চলের সমস্ত জলচর প্রাণীরা পারের দিকে ছুটে আসত। কিন্তু বৈজ্ঞানিক পর্যবেক্ষণে তেমন কোনও অস্বাভাবিকতা ধরা পড়েনি। যদিও ‘গোল্ডেন বে’ এলাকায় ভূতাত্ত্বিক গঠনের কারণেও তিমিদের গণমৃত্যু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

অন্য বিষয়গুলি:

whales New Zealand
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy