বাচ্চা প্ল্যাটিপাসের এই ছবিতে মেতে নেটদুনিয়া। ছবি টুইটার থেকে সংগৃহীত।
প্ল্যাটিপাস, হাঁসের মতো ঠোঁট বিশিষ্ট ছোট্ট স্তন্যপায়ী প্রাণী। তাসমানিয়া ও অস্ট্রেলিয়ার পূর্ব অংশে এদের দেখা মেলে। এ রকমই একটি বাচ্চা প্লাটিপাস, যার আকার মানুষের হাতের তালুর থেকেও ছোট। তার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। সেখানে দেখা যাচ্ছে, এক ব্যক্তির হাতের তালুতে বসে আছে বাচ্চা প্ল্যাটিপাসটি।
অস্ট্রেলিয়ায় আদরণীয় এই প্রাণীর ছবি দেখে রীতিমতো উৎসাহিত নেটাগরিকরা। লক্ষাধিক লাইক ও কমেন্টের বন্যায় ভেসে গিয়েছে সেই পোস্ট। কিন্তু সেই ছবিতে যা দেখে যা বোঝা যাচ্ছে, তার সবটা সত্যি নয়! তাহলে ঠিকটা কী?
'সায়েন্স অ্যালার্ট' নামের একটি ওয়েবসাইট বের করেছে এর পিছনে থাকা সত্যিটা। তারা জানিয়েছে, এই প্ল্যাটিপাস তার মা-বাবার দ্বারা সৃষ্ট নয়। এর স্রষ্টা সার্বিয়ার শিল্পী ভ্লাদিমির ম্যাটিক কুরিলজভ। তিনি প্লাস্টিকের মতো পদার্থ দিয়ে তৈরি তৈরি করেছেন এই বাচ্চা প্ল্যাটিপাসকে। তাঁর নিখুঁত ভাস্কর্য প্লাস্টিকের প্রাণীকে করে তুলেছে জীবন্ত। দেখুন সেই ভাইরাল হওয়া বাচ্চা প্ল্যাটিপাসকে—
We need a SQUEE!!!
— Jeff Rueckgauer 🐻🖖 (@CapitalJeff) February 13, 2020
Behold! #BabyPlatypus! pic.twitter.com/kobPBWIyKb
আরও পড়ুন: করোনায় মৃত হাসপাতালের ডিরেক্টরও
দেখুন অস্ট্রেলিয়ায় প্রাপ্ত সত্যিকারের বাচ্চা প্ল্যাটিপাস—
this one is not a real platypus though argh 🤨https://t.co/DKN1CFDyLz
— wombot 👀 (@colourmeamused_) February 16, 2020
here's some baby and adult platypi for you 😊 pic.twitter.com/B7D7xUr09h
আরও পড়ুন: আপাতত পাকিস্তান রইল ধূসর তালিকাতেই
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy