তা হলে কি সত্যিই কঙ্কালটি টাইটানোবোয়ার? সাপের ‘কঙ্কাল’ ঘিরে যখন উত্তেজনা চরমে, তখনই প্রকাশ্যে এল আসল সত্যটা।
এই ছবিটিই ভাইরাল হয়েছে। ছবি সৌজন্য টুইটার।
কোনও জলাশয়ের উপরে বিশালাকায় সাপের একটি ‘কঙ্কাল’কে ঘিরে সাড়া পড়ে গিয়েছিল নেটমাধ্যমে। গুগল ম্যাপের মাধ্যমে ফ্রান্সে সাপের ‘কঙ্কাল’টি দেখতে পাওয়া যায়। গুগলম্যাপসফান নামে একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ছবিটি ভাইরাল হয়। তার পর থেকেই সেই সাপ ঘিরে কৌতূহল তুঙ্গে পৌঁছয়।
ওই টিকটক অ্যাকাউন্টে সাপটিকে ‘টাইটানোবোয়া’ বলেও দাবি করা হয়। সাপের এই প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছে পৃথিবী থেকে। তা হলে কি সত্যিই কঙ্কালটি টাইটানোবোয়ার? সাপের ‘কঙ্কাল’ ঘিরে যখন উত্তেজনা চরমে, তখনই প্রকাশ্যে এল আসল সত্যটা।
Le Serpent d'océan est une immense sculpture (130m) de l'artiste Huang Yong Ping, principalement composée d'aluminium. A découvrir à Saint-Brevin-les-Pins en France.#PaysDeLaLoire #SaintNazaireRenversante #ErenJaeger
— Wider Focus (@WiderFocus) February 28, 2022
👇Full YouTube video #widerfocushttps://t.co/U61apdbEk4 pic.twitter.com/0nHGPmhhvR
তদন্ত করে জানা যায়, ভিডিয়োতে যেটিকে টাইটানোবোয়ার কঙ্কাল বলে মনে করা হচ্ছিল, আদতে সেটি সত্যি নয়। সাপের কঙ্কাল বটে, তবে এটি ধাতব একটি ভাস্কর্য। যার নাম ‘লা সার্পেন্ট ডি’অপশন’। ৪২৫ ফুট দৈর্ঘ্যের সাপের এই কঙ্কালটি রয়েছে ফ্রান্সের পশ্চিম উপকূলে।
২০১২-তে এই ভাস্কর্যটি উন্মোচন করা হয় এসচুয়ারি এয়ার আর্ট একজিভিশন-এ। অ্যাটলাস অবসকিউরা-র প্রতিবেদন অনুযায়ী, ভাস্কর্যটি তৈরি করেছেন হুয়াং ইয়ং পিং। গুগল ম্যাপে যেটিকে সাপের কঙ্কাল বলে নেটমাধ্যমে শোরগোল পড়ে গিয়েছিল, অবশেষে সেই কৌতূহলের নিরসন হল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy