This is real chamber of secrets of Harry Potter in San Francisco dgtl
Harry Potter
দরজা জুড়ে বিশাল সাপের মূর্তি! খোঁজ মিলল বাস্তবের ‘চেম্বার অব সিক্রেটস’-এর
এ বার হ্যারি পটার গল্পের সেই গোপন ঘরের খোঁজ মিলল বাস্তবেও।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ মার্চ ২০২১ ১০:২৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৩
হগওয়ার্টের জাদু শেখার স্কুলের ছাত্র ছিল হ্যারি পটার। সেই স্কুলে এমন একটি গোপন ঘর ছিল যার কথা কারও জানা ছিল না।
০২১৩
সকলের অগোচরে সালাজার স্লিদারিন নামে এক ব্যক্তি ওই গোপন ঘর তৈরি করেছিলেন। সেই ঘরে আটকে রেখেছিলেন ব্যাসিলিক্স নামে এক সাপকে।
০৩১৩
গোপন ঘরের দরজা খুললেই সেই সাপ জাদু স্কুলের ছাত্র এবং শিক্ষকদের কাছে ত্রাস হয়ে দাঁড়ায়। সাপের ছোঁয়ায় পাথর হয়ে যেতে শুরু করেন স্কুলের সকলেই।
০৪১৩
‘হ্যারি পটার অ্যন্ড চেম্বার অব সিক্রেটস’। হ্যারি পটার সিরিজের যতগুলো ছবি রয়েছে তার মধ্যে অন্যতম এটি। যার পুরো চিত্রনাট্য জুড়েই রয়েছে টানটান রোমাঞ্চ।
০৫১৩
গোপন ঘরে খোঁজ পাওয়া, তার দরজা খুলে ভিতরে লুকিয়ে রাখা দানব সাপকে মুক্ত করা, দানব সাপের ভয়ে গুটিয়ে থাকা এবং সর্বোপরি সেই দানবকে নিয়ন্ত্রণে আনা, এ ভাবেই চিত্রনাট্য এগিয়ে চলে ‘হ্যারি পটার অ্যন্ড চেম্বার অব সিক্রেটস’-এর।
০৬১৩
এ বার হ্যারি পটার গল্পের সেই গোপন ঘরের খোঁজ মিলল বাস্তবেও। সান ফ্রান্সিসকোয় রাস্তায় হাঁটতে হাঁটতে চোখ পড়ে যেতে পারে এই গোপন ঘরের সেই দরজায়।
০৭১৩
সান ফ্রান্সিসকোর লমবার্ড স্ট্রিটে পর্যটকদের স্বাগত জানাতে তৈরি হ্যারি পটারের গোপন ঘর, ‘চেম্বার অব সিক্রেটস’।
০৮১৩
ওই গোপন ঘরের দরজায় সাপের নকশা করা। পাশাপাশি দু’টি দরজা রয়েছে। যার একটিতে ৭টি সাপের নকশা করা রয়েছে।
তবে পর্দার সঙ্গে বাস্তবের এই গোপন ঘরের পার্থক্য একটাই। হ্যারি পটার ছবির সেই গোপন ঘরের দরজা খুলে ভিতরে প্রবেশ করা গেলেও বাস্তবের ‘গোপন ঘর’ কিন্তু রয়েছে ব্যক্তিগত মালিকানায়। আর তাই সেখানে ঢুকতে প্রয়োজন মালিকের অনুমতির।
১১১৩
কারণ এটি শুধুই পর্দার ‘চেম্বার অব সিক্রেটস’-এর প্রতিবিম্ব। সান ফ্রান্সিসকোর লমবার্ড স্ট্রিটের রাস্তায় হাঁটার সময় যেটি চোখে পড়বে তা আসলে দু’টি আবাসনের দরজার কারুকার্য।
১২১৩
হ্যারি পটারের কথা মাথায় রেখেই রাস্তার পাশে একটি বাড়ির দরজায় ওই কারুকার্য করেছেন শিল্পী স্টিভ পেনেট্টি।
১৩১৩
ওই রূপকথা ছবির ভক্ত স্টিভ। হ্যারি পটারের শ্রষ্টাকে সম্মান জানাতেই শিল্পীর এই প্রয়াস। পাশাপাশি পর্যটকদের কাছেও এটি অন্যতম আকর্ষণ।