ঘোড়া, তা-ও আবার ফাঁকিবাজ! তেমনই এক ঘোড়ার হদিশ মিলল। জিম রোজ এক ব্যক্তি তাঁর পোষ্য ঘোড়ার ছবি দিয়ে বলেছেন, তাঁর ঘোড়া খুব ফাঁকিবাজ। ফাঁকিবাজি তো মানুষের মধ্যে দেখা যায়, কিন্তু পশুরা! এমন কখনও শোনা যায়নি। পশুরাও তা হলে ফাঁকিবাজি রপ্ত করে ফেলল!
রোজ জানিয়েছেন, তাঁর ঘোড়ার নাম সুগার। টুইটারে সুগারের একটি ছবিও পোস্ট করেছেন তিনি। সেখানে সুগারকে মাঠের মধ্যে আরাম করে শুয়ে থাকতে দেখা যাচ্ছে। এই ছবি পোস্ট করেই রোজ বলেন, ‘আসুন, সুগারের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই। ওর পিঠে আমি চড়ি এটা সুগারের পছন্দ নয়। তাই আমাকে দেখলেই ও ঘুমের ভান করে পড়ে থাকে। যত ক্ষণ না আমি ওর কাছ থেকে সরছি, তত ক্ষণ মটকা মেরে পড়ে থাকে। আমি সরলেই মাথা তুলে এক বার দেখে নেয় চলে গিয়েছি কিনা!’
Meet Sugar, she doesn't like to be ridden. If Sugar is approached with a saddle she lyes down and pretends to be asleep. Sugar refuses to open her eyes until the riders leave. pic.twitter.com/FWaKYoKlHx
— jim rose circus (@jimrosecircus1) June 12, 2022
সুগারকে তিনি অলস এবং ফাঁকিবাজ ঘোড়া বলেই পরিচয় দিয়েছেন। সুগারের কীর্তি সকলের সামনে তুলে ধরায় এক টুইটার গ্রাহক রসিকতা করে বলেছেন, ‘স্মার্ট ঘোড়া।’ কেউ আবার বলেছেন, ‘আহা! এ রকম যদি অফিসে করতে পারতাম!’
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।