আর্কেওসেটি: ১৯০২ সালে মিশরের সাহারা মরুভূমিতে জীবাশ্মটি উদ্ধার হয়। ৬৫ ফুট দৈর্ঘ্যের এই তিমির দেখা মিলত ৩ কোটি ৭০ লক্ষ বছর আগে। মেসোজোয়িক যুগে সাহারা মরুভূমির এই অংশটিতে টেথিস সাগর ছিল। ক্রিটাসিয়াস যুগে অতলান্তিক ও ভারত মহাসাগরের সৃষ্টির ফলে টেথিস সাগর শুকিয়ে যায়। বহু সামুদ্রিক জীব মারা পড়ে। আর্কেওসেটি ছিল তাদের মধ্যে অন্যতম।