বিশেষ অভিযান চালিয়ে ২২ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করল শ্রীলঙ্কার নৌসেনা। অভিযোগ, আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে শ্রীলঙ্কা উপকূলে গিয়ে মাছ ধরছিলেন তাঁরা। শ্রীলঙ্কার নৌসেনার তরফে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে তেমনটাই জানানো হয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে বিশেষ অভিযান চালিয়ে ওই ২২ জনকে আটক করা হয়। বাজেয়াপ্ত করা হয় চারটি ট্রলার।
স্থানীয় মৎস্যজীবী সংগঠনের তরফে জানানো হয়েছে, তামিলনাড়ুর পুড়ুকোট্টাই জেলার জগৎপট্টিনম অঞ্চল থেকে কিছু দিন আগে গভীর সমুদ্রের উদ্দেশে রওনা দিয়েছিল তিনটি ট্রলার। আর একটি ট্রলার গিয়েছিল রামানাথপুরম জেলা থেকে। শ্রীলঙ্কার নৌসেনা কর্তৃপক্ষের দাবি, জাফনা লাগায়ো বদ্বীপের উত্তর-পশ্চিমে চারটি ট্রলার মাছ ধরছিল। দ্রুত গতির নৌবহরের মাধ্যমে মৎস্যজীবীদের ধাওয়া করে তাঁদের আটক করে শ্রীলঙ্কার সেনা।
আরও পড়ুন:
শ্রীলঙ্কার নৌসেনার তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ২১ জুন ভোরবেলা বিশেষ অভিযান চালিয়ে ২২ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করা হয়েছিল। ওই মৎস্যজীবীরা আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করেছিলেন বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে। তামিলনাড়ু মৎস্যজীবী সংগঠনের সাধারণ সম্পাদক এনজে বোস অবশ্য এই ঘটনায় শ্রীলঙ্কা প্রশাসনের সমালোচনা করেছেন।