Advertisement
১৮ অক্টোবর ২০২৪
Sri Lanka

Sri Lanka Crisis: শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট ভোট হবে ২০ জুলাই, জরুরি অবস্থা জারির পর ঘোষণা স্পিকারের

বুধবার ভোরে কলম্বো থেকে পালিয়ে মলদ্বীপের ভেলানা বিমানবন্দরে পৌঁছন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

অশান্তি থামার ইঙ্গিত নেই শ্রীলঙ্কায়।

অশান্তি থামার ইঙ্গিত নেই শ্রীলঙ্কায়। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
কলম্বো শেষ আপডেট: ১৩ জুলাই ২০২২ ১৬:৫৮
Share: Save:

জনরোষ এড়াতে দেশ ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেও বিক্ষোভকারীদের একাংশের হুমকির শিকার তিনিও। এই পরিস্থিতিতে আগামী ২০ জুলাই নয়া শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে বুধবার জানিয়েছেন সে দেশের পার্লামেন্টের স্পিকার য়ুপা অবেবর্ধনে।

প্রেসিডেন্ট গোতাবায়া দেশ ছাড়ার পর বুধবারই জরুরি অবস্থা জারি হয়েছে শ্রীলঙ্কায়। অশান্তি ঠেকাতে রাজধানী কলম্বো-সহ বেশ কিছু এলাকায় নানা বিধিনিষেধ জারি করেছে পুলিশ। যদিও তা উপেক্ষা করেই চলছে বিক্ষোভ। গোতাবায়া শ্রীলঙ্কা ছেড়ে মলদ্বীপে আশ্রয় নিয়েছেন বলে শ্রীলঙ্কার সংবাদমাধ্যমের দাবি। যদিও এ বিষয়ে মলদ্বীপ সরকার এখনও কিছু জানায়নি। অবেবর্ধনে বুধবার দুপুরে জানিয়েছেন, প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দিতে চলেছেন গোতাবায়া।

অবেবর্ধনে বুধবার বলেন, ‘‘সংবিধানের ৩৭(১) ধারা অনুযায়ী কার্যনির্বাহী প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী বিক্রমসিঙ্ঘে। ২০ জুলাই হবে নয়া প্রেসিডেন্ট নির্বাচন।’’ তবে আগামী ২০ জুলাই শ্রীলঙ্কায় নয়া প্রেসিডেন্ট নির্বাচনের ঘোষণা করলেও কী পদ্ধতিতে তা হবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি। ভারতের মতো শুধু মাত্র সাংসদ-বিধায়কেরা নন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন সে দেশের প্রত্যেক নাগরিক। এত কম সময়ের মধ্যে সেই আয়োজন কার্যত অসম্ভব। এ ক্ষেত্রে সংবিধান সংশোধনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের ধারণা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE