প্যারিসে বন্দুকবাজের হামলা। এলাকায় তল্লাশি পুলিশের। শুক্রবার। ছবি টুইটার।
বন্দুকবাজের হামলা প্যারিসে। শুক্রবার মধ্য প্যারিসে আচমকা গুলি চালান এক বন্দুকবাজ। হামলায় কমপক্ষে ২ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন বেশ কয়েক জন। গ্রেফতার করা হয়েছে বন্দুকবাজকে।
#BREAKING Shooting in central Paris, several injured: police source pic.twitter.com/IodISWbMC5
— AFP News Agency (@AFP) December 23, 2022
ALERTE - Fusillade à Paris : plusieurs blessés dans le 10eme arrondissement.
— Clément Lanot (@ClementLanot) December 23, 2022
Police sur place. Un suspect interpelé. pic.twitter.com/mbQFl2a0vf
হামলার পরই গোটা এলাকা ঘিরে ফেলেছে পুলিশ। ওই এলাকায় যেতে বাসিন্দাদের বারণ করা হয়েছে। হামলার ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। সংবাদ সংস্থা এএফপিকে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে, ৭-৮ রাউন্ড গুলি চলেছে।
কী কারণে ওই বন্দুকবাজ হামলা চালালেন তা এখনও স্পষ্ট নয়। তাঁকে জেরা করছে পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বন্দুক। ধৃতের বয়স ৬০ বছরের বেশি। যে এলাকায় হামলা চালানো হয়, সেখানে রেস্তরাঁ, দোকান, পানশালা রয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy