বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করতে চাইছে পাকিস্তান। সোমবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ। পরে শাহবাজ় জানান, ইদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দু’দেশের সম্পর্ককে আরও দৃঢ় করার বিষয়েও ইউনূসের সঙ্গে তাঁর কথা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানকে পাকিস্তান সফরের জন্যও আমন্ত্রণ জানান তিনি। ইসলামাবাদ এবং ঢাকার মধ্যে সম্পর্কের ভবিষ্যৎকে উজ্জ্বল দেখাচ্ছে বলেও মনে করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর গত বছরের অগস্ট মাসে ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তার পর থেকে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক অনেকটাই মসৃণ হয়েছে। ১৯৭১ সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয় সাবেক পূর্ব পাকিস্তান। তৈরি হয় স্বাধীন বাংলাদেশ। তার পর থেকে দীর্ঘ সময় ধরে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি বাণিজ্য প্রায় বন্ধই ছিল। তবে ইউনূসের আমলে পাকিস্তান এবং বাংলাদেশের বাণিজ্যে গতি এসেছে। পাকিস্তানের কাছ থেকে সম্প্রতি ৫০ হাজার টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
মার্চের শুরুর দিকে বাংলাদেশে গিয়েছিলেন পাকিস্তানের বিদেশ মন্ত্রকের অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিক। সেই সময় বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে তাঁর আলোচনা হয়েছিল ইউনূস প্রশাসনের সঙ্গে। পর্যটনক্ষেত্রে সহযোগিতা, দু’দেশের সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ এবং সাংস্কৃতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়েছিল ওই সময়। আগামী মাসের (এপ্রিল) দ্বিতীয়ার্ধে ঢাকা সফরে যাওয়ার কথা রয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসাক দারের।
আরও পড়ুন:
সোমবার ইউনূসের সঙ্গে ফোনালাপের পরে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন শাহবাজ়। ওই পোস্টেও পাক উপপ্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের কথা উঠে এসেছে। শাহবাজ় জানিয়েছেন, আগামী ২২ এপ্রিল ঢাকায় যাবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে পাকিস্তানের ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদলও বাংলাদেশে যাবে বলে জানিয়েছেন শাহবাজ়।