Advertisement
১৭ জানুয়ারি ২০২৫
Mairah Teli

হিজাব গলায় বেঁধে ঝুলে পড়ুন, মুসলিম শিক্ষিকাকে হুমকি

হুমকির অভিযোগ এনেছেন জর্জিয়া ডাকুলা হাই স্কুলের শিক্ষিকা মারিয়া তেলি। ফাঁকা ক্লাসরুমে তাঁর নামে চিঠি লিখে ফেলে যান এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ওই চিঠিতে লেখা ছিল, ‘‘হিজাব পরার অনুমতি নেই।

মারিয়া তেলি। ছবি: ফেসবুকের সৌজন্যে।

মারিয়া তেলি। ছবি: ফেসবুকের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৬ ১৪:৪২
Share: Save:

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসতে না আসতেই কি মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়া বদলে যাচ্ছে?

প্রেসিডেন্ট নির্বানের ফল প্রকাশ হওয়ার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন সেখানে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের অনেকেই। ট্রাম্পের জয়ের পরেই আমেরিকায় বসবাসী মুসলিমদের হেনস্থার অভিযোগ উঠতে শুরু করেছে।

গত শুক্রবার হুমকির অভিযোগ এনেছেন জর্জিয়া ডাকুলা হাই স্কুলের শিক্ষিকা মারিয়া তেলি। ফাঁকা ক্লাসরুমে তাঁর নামে চিঠি লিখে ফেলে যান এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ওই চিঠিতে লেখা ছিল, ‘‘হিজাব পরার অনুমতি নেই। এক কাজ করুন, স্কার্ফটি গলায় বেঁধে ঝুলে পড়ুন।’’ ওই চিঠির এক্কেবারে শেষে লেখা ছিল ‘আমেরিকা’ শব্দটি। এরই সঙ্গে কালো কালি দিয়ে আঁকা ছিল মার্কিন পতাকাও। এই ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনার পর শিক্ষিকা তাঁর নিজের ফেসবুক অ্যাকাউন্ট বলেন, ‘‘আমি মুসলিম। তাই হিজাব পরি। আমাদের সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে সবাই জানেন। আমি এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। তবে আমি মনে করি, বিদ্বেষের বীজ পুঁতে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র শ্রেষ্ঠ দেশ হতে পারবে না।’’ ট্রাম্প জিতেছে বলে দেশ ছেড়ে যাবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। যদিও এই চিঠিটি কে বা কারা লিখে, ক্লাসরুমের মধ্যে ফেলে গেল, তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: প্রথমেই ৩০ লক্ষ অভিবাসী হটাবেন ট্রাম্প

অন্য বিষয়গুলি:

Mairah Teli USA Dacula High School hang yourself with it
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy