লেখক কি এখনও হাসপাতালেই স্পষ্ট করলেন না তাঁর এজেন্ট। ফাইল চিত্র।
একটি চোখের দৃষ্টি হারিয়েছেন লেখক সলমন রুশদি। আড়াই মাস আগে নিউ ইয়র্কে স্টেজে ছুরি নিয়ে হামলা করা হয়েছিল তাঁর উপর। চোখের উপর পড়েছিল ধারালো কোপ। সেই হামলায় লেখকের একটি হাতও অকেজো হয়ে গিয়েছে বলে জানিয়েছেন লেখকের এজেন্ট।
দীর্ঘদিন ধরে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন রুশদি। হাসপাতালে চিকিৎসা চলছিল। ওই হামলার পর লেখক কেমন আছেন, তা নিয়ে চিন্তিত ছিলেন অনেকেই। অবশেষে লেখকের শারীরিক অবস্থা নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন তাঁর প্রতিনিধি অ্যান্ড্রু ওয়াইলি। তিনি যা জানিয়েছেন, তার সারমর্ম হল, গত ১২ অগস্ট নিউ ইয়র্কের ওই মারাত্মক হামলা জীবন বদলে দিয়েছে রুশদির। এক স্প্যানিশ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে রুশদির শারীরিক অবস্থার বিশদ বর্ণনা দিয়েছেন অ্যান্ড্রু। তিনি বলেছেন, ‘‘ওঁর ক্ষতস্থানগুলি ছিল অত্যন্ত ভয়াবহ এবং গভীর। একটি চোখের দৃষ্টিও হারিয়েছেন উনি।’’
নিউ ইয়র্কের শতকা ইনস্টিটিউশনে শিল্পীদের স্বাধীনতা নিয়ে বক্তৃতা দিতে ওঠার পরই এক যুবক হামলা চালান। লেখকের চোখে, ঘাড়ে এবং শরীরে এলোপাথারি ছুরির কোপ বসাতে শুরু করেন। অ্যান্ড্রু বলেছেন, ‘‘ওঁর ঘাড়ে তিনটি গভীর ক্ষত ছিল, বুকে এবং শরীরের উপরের দিকে আরও ১৫টি গুরুতর আঘাত লাগে। ছুরিতে ওঁর দু’হাতের বহু স্নায়ু নষ্ট হয়ে গিয়েছিল। ফলে ওঁর একটি হাতও অকেজো হয়ে যায়।’’
তবে রুশদি এখনও হাসপাতালেই রয়েছেন কি না তা স্পষ্ট করে জানাননি অ্যান্ড্রু। যেমন তিনি জানাননি, লেখকের কোন চোখ এবং কোন হাত ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যান্ড্রু শুধু বলেছেন, ‘‘এটাই বড় কথা যে, উনি প্রাণে বেঁচে গিয়েছেন এবং ওঁকে শেষপর্যন্ত ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy