ছবি সৌজন্য টুইটার।
অনেক রকম ঝড় তো দেখেছেন। কিন্তু কখনও মশার ঘূর্ণিঝড় দেখেছেন কখনও? তেমনই ঝড়ের সাক্ষী থাকল রাশিয়ার কামচাটকা।
সেখানকার বাসিন্দারা প্রথমে ভেবেছিলেন ঝোড়ো হাওয়ায় রাস্তার ধুলো উড়ছে। কিন্তু ভাল ভাবে লক্ষ্য করতেই তাঁরা দেখেন, ধুলো নয়, কোটি কোটি মশার পাল পাক খাচ্ছে আকাশে। অনেকটা টর্নেডোর মতো।
Impressive 'tornadoes' of swarming mosquitoes over the settlement of Ust-Kamchatsk, eastern coast of the Kamchatka peninsula. This is an annual event, and local residents are more than used to it, but they agree that it might cause a bit of panic among unprepared visitors pic.twitter.com/lnXr2Cq7Iw
— The Siberian Times (@siberian_times) July 18, 2021
ওই এলাকায় আকাশের একটা বিশাল অংশ জুড়ে ছেয়ে গিয়েছিল মশায়। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
তবে দ্য সাইবেরিয়ান টাইমস-এ প্রকাশিত রিপোর্টে বলা হয়েছে, এখন মশাদের প্রজননের মরশুম। তাই পুরুষ এবং স্ত্রী মশারা ঝাঁকে ঝাঁকে ওড়া শুরু করে। স্ত্রী মশাদের ঘিরে পুরুষ মশারা ঘুরতে থাকে। তাই দূর থেকে অনেকটা টর্নেডোর মতো মনে হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy