গভর্নর হাউসে বিস্ফোরণ ঘটায় রুশ সেনা। ছবি: টুইটার থেকে।
মঙ্গলবার দুপুরে রুশ ক্ষেপণাস্ত্রের হানায় কেঁপে উঠল ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। প্রশাসনিক ভবনের সামনে এই বিস্ফোরণে নিহত হয়েছেন একাধিক মানুষ। সূত্রের খবর, এখানেই ছিলেন উত্তর কর্ণাটকের এক পড়ুয়া, যাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিস্ফোরণের প্রাবল্যে ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। তার একটি পরেই একাধিক মৃত্যুর খবর দিয়েছে ইউক্রেন প্রশাসন। তাদের দাবি, চার দিক থেকে ইউক্রেনকে আক্রমণ করা রুশ সেনার লক্ষ্য এখন দেশের প্রশাসনিক ভবনগুলি। একে একে সরকারি ভবনে হামলা করতে করতে এগিয়ে যাচ্ছে তারা।
#BREAKING Russia hits Ukrainian civilians in Kharkiv #Kharkhiv #Kharkov #Ukraine #Russia
— ILKHA (@IlkhaAgency) March 1, 2022
Civilian casualties have been reported after Russian forces carried out a missile attack on the city’s administration on central square. pic.twitter.com/QfEEGWFf17
নিহত ভারতীয় পড়ুয়ার এক বন্ধু জানাচ্ছেন, খাবার আনতে বেরিয়ে ছিলেন তাঁর বন্ধু। বাকিরা হস্টেলে থাকলেও নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর নামে ওই পড়ুয়া ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। আর ওই ফ্ল্যাটটি ঠিক গভর্নর হাউসের পিছনে। সেখানেই হামলা করেছে রুশ সেনা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy