রুশ সংরক্ষিত বাহিনীর সমাবেশের নির্দেশ ঘিরে বিতর্কে পুতিন। গ্রাফিক: সনৎ সিংহ।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশ মেনেই তাঁর কাছে পৌঁছেছিল ইউক্রেনের যুদ্ধে যোগদানের নির্দেশ। কিন্তু তা অমান্য করে আত্মঘাতী হলেন এক রুশ র্যাপ গায়ক। আমেরিকার সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ‘সুইসাইড নোটে’ ইভান ভিটালিভিচ পেটুনিন নামের ওই রুশ র্যাপার লিখে গিয়েছেন, ‘কোনও আদর্শকে খুন করার জন্য আমি প্রস্তুত নই।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম বার রুশ সংরক্ষিত বাহিনীর সমাবেশের নির্দেশ দিয়েছেন পুতিন। রুশ আমজনতার একাংশকে ইউক্রেন যুদ্ধে পাঠানোর বিষয়ে ইতিমধ্যেই জারি হয়েছে সরকারি নির্দেশিকা। তাতে বলা হয়েছে, ‘সামরিক দায়িত্ব পালনে সক্ষম পুরুষদের বাধ্যতামূলক ভাবে সরকারি নির্দেশ মেনে সেনায় যোগ দিতে হবে। নির্দেশ অমান্য করলে পাঠানো হবে জেলে।’
প্রথম দফাতেই সামরিক দায়িত্ব পালনের জন্য ইভানের নাম তালিকাভুক্ত করা হয়েছিল বলে একটি রুশ সংবাদ পোর্টালে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে। এর পরেই ক্রাসনোদর শহরের বাসিন্দা ইভান একটি বহুতল থেকে ঝাঁপ মেরে আত্মঘাতী হন।
প্রসঙ্গত, সেপ্টেম্বরে পুতিনের ওই ঘোষণার পরেই দেশ ছাড়ার হিড়িক পড়েছে রুশ পুরুষদের মধ্যে। ভিনদেশে পাড়ি দেওয়ার জন্য রাশিয়ার বিমানবন্দরগুলিতে ভিড় উপচে পড়েছে। পড়শি দেশগুলির সীমান্তের ‘চেকপয়েন্টে’ দেখা গিয়েছে রুশ যুবকদের দীর্ঘ লাইন।
সামরিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন, গত কয়েক মাসে ইউক্রেন ফৌজের প্রত্যাঘাতে বহু এলাকা হারানোর পরে নতুন শক্তি সঞ্চয় করে হামলা চালাতে চাইছে রাশিয়া। তাই নতুন করে তিন লক্ষ সেনা ইউক্রেনে পাঠানোর ঘোষণা করেছেন পুতিন। এমনকি, প্রয়োজনে রাশিয়া পরমাণু হামলা চালাতে পারে বলেও পুতিনের বক্তৃতায় আঁচ মিলেছে। যদিও পুতিনের ওই বক্তৃতার পরেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি দিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করলে চরম পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে রাশিয়াকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy