নোবেল জয়ের খবর জানাতে পল মিলগ্রমের দরজায় রবার্ট উইলসন। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
অর্থনীতিতে নোবেল জয়ের খবর তাঁর কাছে পৌঁছে দিতে পারেনি কমিটি। মার্কিন অর্থনীতিবিদ পল মিলগ্রমকে সেই খবর জানিয়েছেন তাঁর সহকর্মী এবং আরেক নোবেলজয়ী রবার্ট উইলসন। তাও আবার রাত সওয়া ২টো নাগাদ মিলগ্রমের দরজার ডোরবেল বাজিয়ে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছে স্ট্যান্ডফোর্ড বিশ্ববিদ্যালয়।
নিরাপত্তা ক্যামেরার সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, স্ত্রীকে সঙ্গে নিয়ে ৮৩ বছরের উইলসন এসে দাঁড়ালেন পলের দরজার সামনে। কলিং বেল বাজিয়ে ডাকলেন পলকে। এর পর নিরাপত্তা ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, ‘‘পল, আমি বব উইলসন। তুমি নোবেল পুরস্কার জিতেছ। নোবেল কমিটি তোমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পারেনি।’’ এর পরই উইলসনের স্ত্রী বললেন, ‘‘তোমার ফোন নম্বর আমরা দিয়েছিলাম ওদের।’’ ভিডিয়োতে মিলগ্রমকে বলতে শোনা গেল, ‘‘আমি জিতেছি? দারুণ।’’
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় জানাচ্ছে, বাড়ির সিসিটিভিতে নোটিফিকেশন পৌঁছেছিল মিলগ্রমের স্ত্রীয়ের ফোনে। তিনি তখন ছিলেন স্টকহলমে। মিলগ্রমকে উইলসনের নোবেল জেতার খবর দেওয়া পুরোটাই শুনেছেন তিনি। দেখুন সেই ভিডিয়ো—
The #NobelPrize committee couldn't reach Paul Milgrom to share the news that he won, so his fellow winner and neighbor Robert Wilson knocked on his door in the middle of the night. pic.twitter.com/MvhxZcgutZ
— Stanford University (@Stanford) October 12, 2020
২০২০-র অর্থনীতিতে নোবেলজয়ী উইলসন ও মিলগ্রম দু’জনেই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। একই এলাকায় থাকেন তাঁরা। নিলামের তত্ত্ব ও কার্যপদ্ধতি ব্যাখ্যাই নয় নোবেলজয়ী দুই অর্থনীতিবিদ নিলামের মাধ্যমে পণ্য-বিপণনের বিকল্প পদ্ধতিও আবিষ্কার করেছেন।
আরও পড়ুন: নিলামের নয়া তত্ত্ব বাতলে অর্থনীতিতে নোবেল দুই মার্কিনের
আরও পড়ুন: ক্ষুধাকে অস্ত্র করার বিরুদ্ধে লড়াই, নোবেল শান্তি পুরস্কার বিশ্ব খাদ্য কর্মসূচির
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy