ছবি: সংগৃহীত।
কবাডি খেলা চলছিল। তার মাঝেই দর্শকদের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। সেই বিবাদ এতটাই চরমে উঠল যে, গুলি চলল। আহত হলেন তিন জন। তিন জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক জনের অবস্থা আশঙ্কাজনক। ব্রিটেনের ডার্বিশায়ারের ডার্বি কবাডি মাঠের ঘটনা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুরুতর আহত যে ব্যক্তি, তাঁকে প্রথমে তরোয়াল দিয়ে আঘাত করা হয়েছে। তার পর তাঁকে লক্ষ্য করে গুলিও ছোড়া হয়েছে। ঘটনার বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, বিপক্ষ গোষ্ঠীর লোকজন একে অপরকে হকির লাঠি দিয়ে মারছেন। গুলির শব্দ শোনা যায়। আতঙ্কিত হয়ে পড়েন দর্শকেরা। অনেকেই আতঙ্কে ছুটোছুটি শুরু করেন।
ডার্বিশায়ার পুলিশ এক্স (টুইটার) হ্যান্ডেলে জানিয়েছেন, রবিবার দুপুর ৩টে ৫১ মিনিটে তাদের কাছে গণ্ডগোলের খবর আসে। শুনে ঘটনাস্থলে যায় পুলিশের ২০টি গাড়ি। তার পরেই নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তিন আহতকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক জনের আঘাত গুরুতর। ইংল্যান্ড কবাডি ফেডেরেশন ওই ম্যাচের আয়োজন করেছিল। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করে খেলোয়াড়দের নিয়ে এসেছিল। সেই নিয়ে অসন্তুষ্ট হয় স্থানীয় কবাডি দল। তা থেকেই সংঘাত কি না, খতিয়ে দেখছে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy