ফাইল চিত্র।
মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বরিস জনসনের সরকার থেকে পদত্যাগ করলেন দুই মন্ত্রী। মঙ্গলবার প্রথমে পদত্যাগ করেন অর্থমন্ত্রী ঋষি সুনক। তার কয়েক মিনিটের মধ্যেই পদত্যাগ করেন স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। এই জোড়া পদত্যাগের ফলে সমস্যায় পড়তে পারে বরিসের সরকার।
বরিসের বিস্বস্ত বলে পরিচিত ঋষির পদত্যাগে আলোড়ন পড়েছে রাজনৈতিক মহলে। পদত্যাগের কথা জানিয়ে তিনি টুইটও করেছেন। সেই টুইটের সঙ্গে জুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রীকে দেওয়া তাঁর চিঠিও। টুইটে ঋষি লেখেছেন, ‘জনগণ আশা করে সরকার সঠিক ভাবে, দক্ষতার সঙ্গে এবং গুরুত্ব সহকারে পরিচালিত হবে।’ তিনি আরও লিখেছেন, ‘আমি জানি এটাই আমার শেষ মন্ত্রিত্ব। কিন্তু আমি বিশ্বাস করি যে, এই সরকারের কয়েকটি বিষয়ে মান বজায় রাখা জরুরি। সে কারণেই আমি পদত্যাগ করছি।’
The public rightly expect government to be conducted properly, competently and seriously.
— Rishi Sunak (@RishiSunak) July 5, 2022
I recognise this may be my last ministerial job, but I believe these standards are worth fighting for and that is why I am resigning.
My letter to the Prime Minister below. pic.twitter.com/vZ1APB1ik1
এর আগে জাভিদ একটি টুইটে লেখেন, ‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য।’
পার্টিগেট কেলেঙ্কারির অস্বস্তি তাড়া করে বেড়াচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিসকে। গত মাসেই তাঁর অস্বস্তি বাড়িয়ে নিজের দল কনজারভেটিভ পার্টির অন্তত ৫৪ জন এমপি তাঁর বিরুদ্ধে আস্থাভোটের ডাক দিয়েছিলেন। যদিও সেই আস্থা ভোটে জিতে যান বরিস। তবে তাঁর দলের অন্দরে একাংশ মনে করছিলেন, দেশের মানুষের কাছে আস্থা হারিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী। জোড়া মন্ত্রীর পদত্যাগেও উঠে এসেছে সেই সুর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy