১৯৯৮-এর ১৪ অক্টোবর। ভোর পাঁচটায় বেজে উঠল অমর্ত্য সেনের ফোন। কাকভোরে ফোন আসায় তিনি ভেবেছিলেন, চেনা পরিচিত কেউ অসুস্থ হয়েছেন বা খারাপ কোনও ঘটনা ঘটেছে। কিন্তু ফোন ধরতেই ভাঙল ভুল। জানলেন, অ্যাকাডেমি অর্থনীতিতে অবদানের জন্য তাঁকে নোবেল পুরস্কার দিয়েছে।
নোবেল পুরস্কার পাওয়ার খবরের পর অ্যাকাডেমিকে এ কথা বলেছিলেন স্বয়ং অমর্ত্য সেন। তা আজ নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে জানিয়েছে নোবেল প্রাইজ অর্গানাইজেশন।
সেই পোস্টে লেখা হয়েছে, “১৪ অক্টোবর ১৯৯৮-এর ভোরে অমর্ত্য সেনের ফোন বাজে। তিনি নিশ্চিতভাবে খুব ভয় পেয়েছিলেন। ভেবেছিলেন, খারাপ কিছু ঘটেছে। কিন্তু তার পর বুঝলেন ‘ভালো কিছু’ ঘটেছে।’’ দেখুন সেই পোস্ট—
অর্থনীতিতে দুর্ভিক্ষ সংক্রান্ত গবেষণার জন্য ১৯৯৮-এ নোবেল দেওয়া হয় অমর্ত্য সেনকে।
আরও পড়ুন: ফুটবল ম্যাচে সামাজিক দূরত্ব রেখে ৩৭ গোল খেল জার্মানির দল
আরও পড়ুন: ছ’মাসের শিশুকে স্কিইং করিয়ে নেটাগরিকদের তোপের মুখে বাবা-মা