পুলওয়ামা হামলাকে ‘সাফল্য’ বলে ঘোষণা পাক মন্ত্রী ফাওয়াদ চৌধুরীর।
পুলওয়ামা হামলায় জঙ্গিদের মদত দেওয়া নিয়ে ভারতের অভিযোগ বার বার নস্যাৎ করে দিয়েছে পাকিস্তান। কিন্তু বৃহস্পতিবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে ঝুলির বিড়াল বের করে ফেললেন ইমরান খান সরকারেরই মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। পাক প্রধানমন্ত্রীর ভাল কাজের ফিরিস্তি দিতে গিয়ে পুলওয়ামা হামলাকে ইমরানের সরকারের ‘বিরাট সাফল্য’ বলে ব্যাখ্যা করে বসেছেন ফাওয়াদ।
বুধবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে বোমা ফাটিয়েছিলেন পাকিস্তান মুসলিম লিগ (এন)-এর সদস্য আয়াজ সাদিক। তাঁর মতে, সৌজন্যের বার্তা দিতে নয়, ভারতের প্রত্যাঘাতের ভয়েই উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে মুক্তি দিয়েছিল ইমরানের সরকার। বিরোধী দলের নেতার ওই মন্তব্যের জবাব দিতে গিয়ে ফাওয়াদ বলেন, ‘‘আমরা ভারতে (হিন্দুস্তান) ঢুকে মেরেছি। পুলওয়ামায় আমাদের ওই সাফল্য, ইমরান খানের আমলে গোটা দেশের সাফল্য। আমরা সকলেই তার শরিক’’। সরকার পক্ষের প্রশংসা করতে গিয়ে পুলওয়ামা নিয়ে এমন মন্তব্য করে ফাওয়াদ বস্তুত পাক প্রধানমন্ত্রীকেই চাপে ফেলে দিয়েছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
#WATCH: Pakistan's Federal Minister Fawad Choudhry, in the National Assembly, says Pulwama was a great achievement under Imran Khan's leadership. pic.twitter.com/qnJNnWvmqP
— ANI (@ANI) October 29, 2020
গত বছর ১৪ ফেব্রুয়ারি লোকসভা ভোটের কিছু দিন আগে পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় নিহত হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। ওই নাশকতায় জঙ্গি সংগঠন জইশ ই মহম্মদ জড়িত বলে জানান গোয়েন্দারা। কিন্তু তার পিছনে যে পাকিস্তানের মদত রয়েছে সেই অভিযোগও বার বার তুলতে থাকে নয়াদিল্লি। কিন্তু প্রতি বারই ভারতের সেই দাবি উড়িয়ে দিয়েছে ইসলামাবাদ। এ দিন ফাওয়াদের মন্তব্য নয়াদিল্লির দাবিকে সিলমোহর দিল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
আরও পড়ুন: ফ্রান্সে গির্জার ভিতরেই গলা কেটে খুন, হত আরও ২
আরও পড়ুন: ভারতের হামলার ভয়ে হাঁটু কাঁপছিল সেনাপ্রধানের, অভিনন্দনের মুক্তি প্রসঙ্গে দাবি পাক বিরোধী নেতার
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy